[Ubuntu-BD] কারণ একসময় হয়তো লিনাক্স ছাড়া আর উপায় থাকবে না।
maSnun
mailbox at masnun.me
Thu Jul 7 08:44:23 UTC 2011
2011/7/7 Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com>
> কি আর বলব? আমার পিসি কেনার বাজেট ২৫K, তাইলে আমি কি খালি ৫k দিয়ে ওএস কিনব?
> তাইলে থাকল ২০K, এটা দিয়ে কি ডুয়েলকোর মানের পিসি পাওয়া যাবে বলে আপনি মনে
> করেন।
>
আপনি বাজেট বাড়াতে না পারলে আর কি করা! যা পাওয়া যায় তাই কিনবেন আর না হয়
লিনাক্স চালাবেন ।
>
> আর ৫k কি উইন্ডোজ ৭ এর হোম এডিশন পাওয়া যাবে? আমার স্টাটার ভাল লাগে নাই। একটু
> জবাব দিয়েন। অপেক্ষায় থাকলাম।
>
আমার মনে হয় না কেউ যাদু মন্ত্র জানে যা দিয়ে আপনাকে ভাল লাগাবে । আপনার ভাল না
লাগলে ব্যবহার করেন না ।
আমি সবাইকে অনুরোধ করছি উইন্ডোজ বিরোধী কিছু না লিখতে । এটা উবুন্টুর মেইলিং
লিস্ট । উবুন্টুর ভবিষ্যত আলোচনা করূন । উইন্ডোজ নিয়ে আলোচনা না করাই উত্তম ।
--
***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
*
More information about the ubuntu-bd
mailing list