[Ubuntu-BD] কারণ একসময় হয়তো লিনাক্স ছাড়া আর উপায় থাকবে না।

maSnun mailbox at masnun.me
Thu Jul 7 09:02:49 UTC 2011


>
> তবে একটা কথা কি, আপনি চুরি করে একটি টাকা কারো মেরে দেওয়া পছন্দ করেন না। বেশ
> ভালো কথা। আপনি কারো চুরি সহ্য করতে পারেন না। তবে কেন প্রতিদিন মাইক্রোসফট ও
> অন্যান্য কোম্পানীর হাজার হাজার টাকা চুরি করে বা মেরে দিয়ে উইন্ডোজ ও
> পাইরেটেড
> সফটওয়্যার চালাবেন।


আমি আপনার সাথে পুরোপুরি একমত । পাইরেসী কে না বলুন ।


> নিতান্ত প্রয়োজনের বশে এটা করতে পারেন যেহেতু আমরা দরিদ্র
> দেশের দরিদ্র জনসাধারণ।


এই জিনিসটা অনেকেই বুঝতে চায় না যে নিতান্ত প্রয়োজন বলে কিছু থাকতে পারে ।
আপনাকে ধন্যবাদ ।


> কিন্তু অন্তত পক্ষে ডুয়েল বুটে জানালার সাথে লিনাক্স
> কেউ মাঝে মধ্যে চালানোর জন্য রাখুন। কারণ একসময় হয়তো লিনাক্স ছাড়া আর উপায়
> থাকবে না। হয় হাজার হাজার টাকা গুনে এটা কিনে চালাতে হবে নয়তো লিনাক্স চালাতে
> হবে।
>

পুরোপুরি একমত । তবে সামান্য একটু দ্বিমত আছে । হাজার হাজার টাকা দিয়ে উইন্ডোজ
কেনা লাগে না, হাজার হাজার টাকা দিয়ে ম্যাক কেনা যায় । উইন্ডোজ এর সর্বনিম্ন
মূল্য ৪০০০ টাকা আর সর্বোচ্চ ১৬ হাজার টাকা ।

ম্যাক ওস এক্স এর লেটেস্ট টার দাম ২১০০ টাকা । তবে আপনার হার্ডওয়্যার লাগবে
৭৫-৯০ হাজার টাকার । তবে হ্যাকিন্টোশ ব্যবহার করা যায় , তবে সেটা নৈতিক হবে
কিনা জানি না, তাই সে পরামর্শ দিব না ।

আমি বলতে চাইছি জেনুইন সফটওয়্যারের দাম কখনোই হাজার হাজার টাকা না । আমি দেখেছি
অনেকে হিসাব দিয়ে দেখান একজন লোকের ৩৫-৫০ হাজার টাকার সফটওয়্যার লাগে । এইসব
লোকের ধান্দাবাজিতে ভুলবেন না । সবার সব সফটওয়্যার লাগে না । তাই আপনারো যে
পিসির সাথে ৫০,০০০ টাকার সফটওয়্যার লাগবে এমনটি না ।

এই অংশটুকু ছাড়া আপনার লেখাটিকে বাস্তব ও যুক্তি সঙ্গত মনে হয়েছে ।


>
> আর এখানে হেল্প করার জন্য তো সহৃদয় ব্যক্তিগণ অপেক্ষা করেই আছেন। হ্যাপি
> লিনাক্সিং...
>
>
লিনাক্সের কমিউনিটি সাপোর্টের কোন তুলনা নাই । আপনার লেখার জন্য আপনাকে ধন্যবাদ
। হ্যাপি লিনাক্সিং ।

-- 
***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
*


More information about the ubuntu-bd mailing list