[Ubuntu-BD] কারণ একসময় হয়তো লিনাক্স ছাড়া আর উপায় থাকবে না।

ajom mahmud ajomraj at gmail.com
Thu Jul 7 11:18:55 UTC 2011


মাসনুন ভাই,
আপনার কথার সাথে আমিও পুরোপুরি একমত, আসল কথা হচ্ছে পাইরেসীকে না বলি।
আমারে দেশের কথা ভেবে মুক্ত সফটওয়্যারের চর্চা করি।

বিণত
আজম মাহমুদ



2011/7/7 maSnun <mailbox at masnun.me>

> > Also, if you want to use the free/open software on the Windows. Why
> > not from the base?
> >
>
> ভাইয়া আমার তো অন্য কোন ডিপেন্ডেন্সী থাকতে পারে, যেমন ধরেন আমার প্রফেশনাল
> কাজে কোন সফটওয়্যার দরকার যেটা আমি লিনাক্সে পাব না বা পেলেও উইন্ডোজে যে
> সফটওয়ারটি আছে তার সমতূল্য না । এর কারণে আমাকে উইন্ডোজে থাকতে হতে পারে । আমি
> সফটওয়্যার  ডেভেলপমেন্টের কাজ করি । আমার কিছু ক্লায়েন্ট আছে যারা ডট নেট এ
> কাজ
> চায় । মনো তাদের পছন্দ হয় না । আমাকে বাধ্য হয়েই উইন্ডোজ চালাতে হয় । কিন্তু
> আমার উইন্ডোজ পাইরেটেড না । জেনুইন । এক্ষেত্রে আমাকে অন্য কোন কাজে ওপেন
> সোর্স
> সফটওয়্যার ব্যবহার করতে হতেই পারে ।
>
> ভাইয়া, আমি চাইনা এখানে আবার লিনাক্স বা উইন্ডোজ বিতর্ক শুরু হোক ।
>
> আমরা এমন কোন ই-মেইল না করি এই মেইলিং লিস্টে যা এই ধরণের বিতর্ক জন্ম দেয় ।
> আসুন পাইরেসী কে না বলি । এরপর সাধ্যমত যার কাছে যেটা ভাল লাগে সেটা ব্যবহার
> করি ।
>
> --
> ***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
> *
> --
>  Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list