[Ubuntu-BD] কম্পিউটারটির সি এবং ডি ড্রাইভ ছাড়া আর সব (ই, এফ, জি অক্ষর সমুদ্ধ ড্রাইভ সমূহ) ড্রাইভ বেমালুম গায়েব।

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Wed Jul 6 04:50:39 UTC 2011


প্রিয় আজম ভাই

৬ জুলাই, ২০১১ ৮:৫৯ am এ তে, ajom mahmud <ajomraj at gmail.com> লিখেছে:

> @ring vai, abar valo kore bisoyta bujte parlam. Ar akta bisoy ami ke ata
> boot mode a  xp setup korar somoy partision delete kore creat korte parbo?
> Phone thake mail korlam tai benglish, please don't mind.
>

'জানালা এক্সপি' ['জানালা হ্যাজ বিন এক্সপায়ার্ড' বা যে জানালার মেয়াদউত্তীর্ন
হয়ে গেছে ;)] সেটাপ করার সময়ে আপনি লিনাক্স পার্টিশন মুছে নতুন করে ড্রাইভ তৈরী
করে নিতে পারেন। এক্ষেত্রে আপনি বাছাই করা পার্টিশন/গুলো মুছে নতুন করে ড্রাইভ
তৈরী করে নিলেই হলো।

-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>


More information about the ubuntu-bd mailing list