[Ubuntu-BD] কম্পিউটারটির সি এবং ডি ড্রাইভ ছাড়া আর সব (ই, এফ, জি অক্ষর সমুদ্ধ ড্রাইভ সমূহ) ড্রাইভ বেমালুম গায়েব।
ajom mahmud
ajomraj at gmail.com
Wed Jul 6 02:59:19 UTC 2011
@ring vai, abar valo kore bisoyta bujte parlam. Ar akta bisoy ami ke
ata boot mode a xp setup korar somoy partision delete kore creat
korte parbo? Phone thake mail korlam tai benglish, please don't mind.
Bye ajom
On 7/5/11, সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com> wrote:
> প্রিয় আজম মাহমুদ ভাই
>
> এ ধরনের কাজ করার আগে মন বিক্ষিপ্ত রাখবেন না। সমস্ত মনোযোগ একীভূত করুন আর
> বেখেয়ালি না হয়ে সর্তকতা অবলম্বন করুন। হুটহাট ইয়েস নো ভেরিগুড মুডে কাজ এই
> সিস্টেম লেভেলের ক্ষেত্রে করাটা সবসময়েই বিপদজনক।
>
> যাই হোক পার্টিশন টেবিলে কাজ করার সময় খেয়াল করুন যে আপনি প্রাইমারি পার্টিশন
> না সেকেন্ডারী টেবিলে কাজ করছেন। ইহজগৎ এর বর্তমান সব ওএস এর পার্টিশন
> ম্যানেজার দিয়ে পার্টিশন টেবিল তৈরী হয় নিচের নিয়ম মেনে।
>
> হার্ডডিস্ক >> প্রাইমারি পার্টিশন (সর্বোচ্চ চারটি পর্যন্ত হয়) (উইন্ডোজ ডিস্ক
> ম্যানেজারে এটা গাঢ় নীল রং দিয়ে ব্লক আকারে চিহ্নিত)
> এখানেই সিস্টেম সেটাপ হয়। এবং বুটেবল পার্টিশন বলতে এগুলোকেই
> বোঝায়।
> >> সেকেন্ডারি পার্টিশন (উইন্ডোজ ডিস্ক ম্যানেজারে এটা সবুজ রং দিয়ে
> ব্লক আকারে চিহ্নিত)
> >> ড্রাইভ ১ (উইন্ডোজ ডিস্ক ম্যানেজারে
> এটা হালকা নীল রং দিয়ে ব্লক আকারে চিহ্নিত)
> >> ড্রাইভ ২ (উইন্ডোজ ডিস্ক ম্যানেজারে
> এটা হালকা নীল রং দিয়ে ব্লক আকারে চিহ্নিত)
> >> ড্রাইভ ৩ (উইন্ডোজ ডিস্ক ম্যানেজারে
> এটা হালকা নীল রং দিয়ে ব্লক আকারে চিহ্নিত)
> .................
> (ড্রাইভ প্রয়োজন মতো যে কোন সংখ্যায় ও
> আকারে হতে পারে)
>
> আপনার কথা মতো আপনি আপনার বন্ধুর পিসিতে এই ৩ নম্বর বা তারো বেশী কোন নম্বরের
> ড্রাইভ দুটোয় উবুন্টু ইনস্টল করে দিয়েছিলেন। এবং পরবর্তীতে আপনি পার্টিশন FAT
> বা NTFS ফাইল সিস্টেমে নেবার সময় এই দুটোকে ডিলিট করার সময় বেখেয়ালে পুরো
> সেকেন্ডারি টেবিলটাই মুছেছেন।
>
> আজম ভাই আপনাকে অনুরোধ করবো আপনি যে কোন সিস্টেমে পার্টিশন ভাঙ্গার সময় খেয়াল
> করুন আপনি পার্টিশন ভাংগছেন (নীল রং) না পুরো সেকেন্ডারি টেবিলটাই (সবুজ রং)
> গায়েব করে দিচ্ছেন সেটুকু খেয়াল করতে তাহলেই হবে।
>
> আশা করি আপনার কাজে আসবে লেখাটা।
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
More information about the ubuntu-bd
mailing list