[Ubuntu-BD] কম্পিউটারটির সি এবং ডি ড্রাইভ ছাড়া আর সব (ই, এফ, জি অক্ষর সমুদ্ধ ড্রাইভ সমূহ) ড্রাইভ বেমালুম গায়েব।

ajom mahmud ajomraj at gmail.com
Wed Jul 6 06:06:15 UTC 2011


রিং ভাই,
আপনাকে অনেক ধন্যবাদ।
আশাকরছি এখন থেকে আর এই রকম অপারেশনে কোন সমস্যা হবে না।
বিষয়টি সম্পর্কে সবার জানার প্রয়োজন ছিলো নিশ্চয়, আপনি একসাথে
সাবার উপকার করেছেন।
সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ।

বিণত
আজম



2011/7/6 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>

> প্রিয় আজম ভাই
>
> ৬ জুলাই, ২০১১ ৮:৫৯ am এ তে, ajom mahmud <ajomraj at gmail.com> লিখেছে:
>
> > @ring vai, abar valo kore bisoyta bujte parlam. Ar akta bisoy ami ke ata
> > boot mode a  xp setup korar somoy partision delete kore creat korte
> parbo?
> > Phone thake mail korlam tai benglish, please don't mind.
> >
>
> 'জানালা এক্সপি' ['জানালা হ্যাজ বিন এক্সপায়ার্ড' বা যে জানালার মেয়াদউত্তীর্ন
> হয়ে গেছে ;)] সেটাপ করার সময়ে আপনি লিনাক্স পার্টিশন মুছে নতুন করে ড্রাইভ
> তৈরী
> করে নিতে পারেন। এক্ষেত্রে আপনি বাছাই করা পার্টিশন/গুলো মুছে নতুন করে ড্রাইভ
> তৈরী করে নিলেই হলো।
>
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event
> >"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list