[Ubuntu-BD] "লিনাক্স ডে - ২০১১" - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

Aniruddha Adhikary aniruddha at adhikary.net
Tue Aug 30 09:17:07 UTC 2011


ভুল সংশোধন! ওখানে ৫০ এর বদলে ১০০ হবে! (প্রায়)

তবে, অতিথিদের সকলেই লিনাক্সের ব্যাপারে আগ্রহ দেখান নি। দেখিয়েছেন ১০-১৫ জন।

2011/8/30 Aniruddha Adhikary <aniruddha at adhikary.net>

> শাবাব ভাই, আমি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে ছিলাম। আমি শুরু থেকে শেষ
> পর্যন্ত যেহেতু উপস্থিত ছিলাম, তারা না বললেও আমি বলতে পারি।
>
> আমন্ত্রিত অতিথিদের সকলে না আসলেই তিনজন এসেছিলেন, অনুষ্ঠানের শেষ দিকে। আর
> জনমানবের উপস্থিতি ছিল অনেক কম। ৫০ জনের কিছু কম। যেহেতু সেদিনই ঢাবির ছুটি
> আরম্ভ হয়েছিল, বেশি লোক সমাগম হয় নি। আর সিজনই ঈদের সিজন, অনেক আগ্রহী ব্যক্তিই
> আসতে পারেননি।
>
> তবুও, অনুষ্ঠান যে একেবারেই বিফল হয়েছে, তা বলব না। FOSS বাংলাদেশের প্রথম
> জন্মদিন পালন অনুষ্ঠান হিসেবে এটা খুব একটা খারাপ হয় নি!
>
>
> 2011/8/30 Shabab Mustafa <shabab at linux.org.bd>
>
>> প্রশ্ন করার পর প্রায় ৪৫ ঘন্টা পেরিয়ে গেলেও উত্তর পাওয়া গেল না। যদিও
>> এরমধ্যে
>> অনুষ্ঠানের আয়োজকরা লিস্টের অন্যান্য থ্রেডের উত্তর দিয়ে চলেছেন। সম্ভবত আমার
>> মত আলতু লোকের ফালতু প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা নাই। সে যাইহোক, আমার
>> অভিমান আমার কাছেই থাকুক।
>>
>> আমার নিজের স্বভাবগত কিছু বদঅভ্যাস আছে। কোন বিষয়ে খটকা লাগলে বা গড়বড় দেখলে
>> আত্মসংবরণ করা বা চুপচাপ হজম করা আমার জন্য বেশ কষ্টকর। এই বদঅভ্যাসের কারণে
>> আমার অজনপ্রিয়তাও কম নয়।
>>
>> যেহেতু অতিথিদের কোন ছবি অনুষ্ঠানের অ্যালবামে দেখলাম না সেহেতু আমার ধারণা
>> তাদের কেউই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এরপরও সকালের খবরের সাংবাদিক বাদল
>> খান
>> লিখেছেন অনুষ্ঠানে তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে মহাসচিব আশ্বস্ত করছেন যে
>> দ্বিধান্বিত হবার কোন কারণ নেই। সাংবাদিকগণ উড়ো খবর ছাপাননি। তারা সকাল থেকেই
>> ঘটনাস্থলে ছিলেন এবং মহাসচিব ও সভাপতির সাথে কথা বলেছেন। এখানে আমার খটকাটা
>> হল
>> তাহলে অতিথিরা উপস্থিত ছিলেন এই ভুল তথ্যটা বাদল খান কার কাছে থেকে পেলেন?
>> মহাসচিব নাকি সভাপতি? উত্তরটা বোধহয় আমি ইতিমধ্যেই জানি। নিশ্চয় বাদল খান-ই
>> খারাপ লোক। তিনি পুরো না বুঝেই লিখেছেন। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। মহাসচিব
>> আমাকে মিষ্টভাষ্যে দ্বিধান্বিত না হবার জন্য আশ্বস্ত করলেও আমার খটকাটা গেল
>> না।
>>
>> আমি আরো অবাক হচ্ছি শোভাযাত্রার ছবি দেখে। অবশ্য আমার মত সবাই অবাক হচ্ছেন
>> কিনা
>> জানি না। শোভাযাত্রা বেশি বড় হয় নি। অল্প কয়েকজন লোককেই সেখানে উপস্থিত
>> ছিলেন।
>> শোভাযাত্রা বেশিদূর যায়ও নি। টিএসসির একমাথা দিয়ে রাজপথে নেমে আরেকমাথা দিয়ে
>> টিএসসির ভেতরে ঢুকে গেছে। এরমধ্যেই বেশ কিছু ছবি তোলা হয়েছে। FOSSBD-র
>> অফিসিয়াল
>> সাইটে গিয়ে অফিসিয়াল অ্যালবামের ঠিকানা পাওয়া যাচ্ছে ( http://is.gd/ZxMW5G) ।
>> সেখানে শোভাযাত্রার প্রথম ছবিতেই চোখ আটকে গেল। দ্বিতীয় ছবিতে আরো পরিষ্কার
>> দেখা যাচ্ছে ( http://is.gd/8e5Y10 )।  প্রথম সারিতে যাদের দেখা যাচ্ছে তারা
>> আমার অপরিচিত নন। একদম বামে যাকে কালো টাই পড়া যাকে দেখা যাচ্ছে তিনি হচ্ছেন
>> মাসুদ ভাই, প্রজন্ম ফোরামের ফোরামিক। এর পাশে যেই আপুকে দেখা যাচ্ছে তিনি
>> হচ্ছেন FOSSBD-র মহাসচিব সাজেদুর রহিম জোয়ারদারের ছোটবোন (দুঃখিত আমি তার
>> নামটা
>> ভুলে গেছি)। তার ডানে জলপাই রংয়ের শার্ট পড়া একজনকে দেখা যাচ্ছে। যতদূর মনে
>> পড়ে
>> এনার নাম রাসেল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের ছাত্র।
>> সম্পর্কে মহাসচিব সাজেদুর রহিম জোয়ারদার রিং-এর ফুফাতো ভাই। এরপর মহাসচিব
>> সাহেবকে দেখা যাচ্ছে। তাকে আমরা সবাই চিনি। তারপাশের চশমাপরা ব্যক্তিটি
>> হচ্ছেন
>> FOSSBD-র সভাপতি জেড এম মেহেদি হাসান। যদি চিনতে ভুল না করে থাকি মেহেদি
>> হাসানের পাশের মহিলাটি হচ্ছেন সম্ভবত তার বড়বোন। এই বছরের জানুয়ারিতে মেহেদি
>> ভাইয়ের বাড়িতে যখন লিনাক্সমিন্ট বাংলাদেশের বর্ষপূর্তি অনুষ্ঠানে গিয়েছিলাম
>> তখন
>> তার সাথে পরিচয় করিয়ে দেয়া হয়েছিল। তার পাশে ব্যানারের আরেকমাথা ধরে আছেন
>> যিনি
>> এনার নাম সোহান। সোহান হচ্ছেন সাজেদুর রহিম জোয়ারদারের আপন ছোট ভাই।
>>
>> অন্যদিকে এই অনুষ্ঠানের সহকারী সমন্বয়ক, লিনাক্সদেশ ফোরামের প্রধান সমন্বয়ক,
>> আশিকুর রহমান নূর-এর মাথাটা পেছনের সারি থেকে কোনমতে দেখা যাচ্ছে। সেখানে তার
>> সাথের লোকটা যে শামীম ভাই (মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান) সেটা বুঝতে বেশ
>> কিছুটা সময় লাগল। শামীম ভাই মাথাটা একটু ঘুরিয়ে রাখায় আরো বেশি করে চেনা
>> যাচ্ছে
>> না। শোভাযাত্রার প্রায় শেষ পর্যন্ত ফর্মেশনটা প্রায় এইরকমই ছিল বলে ছবিতে
>> দেখতে
>> পাচ্ছি।
>>
>> অ্যালবামে আর কিছু ছবি আছে। কিন্তু সেইখানে শুধুই বক্তা আর আয়োজকের ছবির
>> আধিপত্য। কিন্তু তাদের বক্তব্য কারা শুনছিলেন তাদের ছবি দেখতে পেলাম না।
>>
>> ইংরেজিতে একটা কথা আছে। A picture is stronger than thousand words. হঠাৎ করে
>> আমার এই প্রবাদটিই মনে পড়ে গেল।
>>
>> আরো অনেক প্রশ্নই মাথার মধ্যে গুট গুট করছে। সেগুলো নাহয় নাইবা করলাম। মানুষ
>> এখন অনেক বেশি সচেতন। প্রশ্নগুলো হয়ত তারাই করা শুরু করবে।
>>
>> ---
>> Shabab Mustafa
>>  <https://wiki.ubuntu.com/Shabab>
>>
>>
>> 2011/8/29 Shabab Mustafa <shabab at linux.org.bd>
>>
>> > 2011/8/28 Shabab Mustafa <shabab at linux.org.bd>
>> >
>> >> @ রিং,
>> >>
>> >> আমার প্রশ্নটা পরিষ্কার করে আবার করি:
>> >>
>> >> অনুষ্ঠানে "বিশেষ অতিথি"দের মধ্যে কে কে উপস্থিত ছিলেন? তাদের ছবিগুলো
>> কোথায়
>> >> পাওয়া যাবে?
>> >>
>> >
>> > প্রশ্ন করার ২৪ ঘন্টা পরও কোন উত্তর না পাওয়ায় সন্দেহ হওয়ায় আর্কাইভ
>> পরীক্ষা
>> > করে দেখলাম মেইল তো ঠিকমতই পৌঁছছে [0]। অন্য থ্রেডে রিং-দার উত্তরও দেখলাম।
>> > কিন্তু এই প্রশ্নটার উত্তরটা তো পেলাম না।
>> >
>> > ---
>> > Shabab Mustafa
>> >
>> > [0]
>> https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/2011-August/009816.html
>> >
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
>
>


More information about the ubuntu-bd mailing list