[Ubuntu-BD] "লিনাক্স ডে - ২০১১" - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

Shabab Mustafa shabab at linux.org.bd
Sun Aug 28 11:14:42 UTC 2011


@ রিং,

আমার প্রশ্নটা পরিষ্কার করে আবার করি:

অনুষ্ঠানে "বিশেষ অতিথি"দের মধ্যে কে কে উপস্থিত ছিলেন? তাদের ছবিগুলো কোথায়
পাওয়া যাবে?

---
Shabab Mustafa
 <https://wiki.ubuntu.com/Shabab>


2011/8/28 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>

> প্রিয় শাবাব
>
> আরেকটা ব্যাপার চোখে পড়ল, আপনার সিগনেচারে পদবি লেখা 'মহাসচিব', আর পত্রিকায়
> > দেখলাম 'সাধারণ সম্পাদক'।
> >
>
> ইংরেজীতে লেখা General Secretary শব্দটাকে এই দুটো অর্থেই ব্যবহার করা যায়।
> আমার সাংগঠনিক ভিজিটিং কার্ড থেকে অনুবাদের ক্ষেত্রে এটা হয়েছে বোধ হয়।
>
> প্রিয় মাসনূন
>
> ২৮ আগস্ট, ২০১১ ১:৪৮ pm এ তে, maSnun <masnun at gmail.com> লিখেছে:
>
> > "লিনাক্স ডে" উদযাপন সফল হওয়ায় অভিনন্দন আপনাদের । আশা করি পরবর্তী আয়োজনে
> আরো
> > লোক সমাগম হবে ।
> >
>
> তোমাকে ধন্যবাদ। সপ্তাহের শেষ কর্মদিবস, রমজান, ঈদের অগ্রীম ছুটি সব মিলিয়ে
> উপস্থিতি আমার কাছে খুব কম মনে হয়নি। মোটামুটি ১৩৭ জনের উপস্থিতিতে আয়োজনটা
> আমরা সফলই বলবো। [রেজিঃ ফর্মটা অনলাইনে থাকলেও অফলাইন রেজিঃর ব্যবস্থাও রাখা
> ছিলো। অনলাইনে যাঁরা রেজিঃ করেছিলেন তাঁদের প্রত্যেককেও অফলাইনে নিজ তথ্য দিতে
> হয়েছিলো, তাই ডুপ্লিকেট তথ্যের সম্ভাবনা নাই।] তদুপরি শুধুমাত্র দর্শকও ছিলেন
> বেশ কিছু, যাঁদের তথ্য আমাদের কাছে নাই। কেননা যাঁরা লিনাক্স নিয়ে প্রশ্ন
> করেছেন কিংবা ডিস্ক বা আইএসও সংগ্রহ করেছেন শুধু তাঁদের তথ্যই এটুকু।
>
> ছবিগুলোর বেশীরভাগই সকালের দিককার, বিকেল বেলার ছবি খুব কম। ইফতার ও তাঁর আগে
> উপস্থিত সবার তথ্যগুলো ছবিতে প্রতিভাসিত হয়নি।
>
> আমাদের আগামী আয়োজনে আপনাদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহন কাম্য।
>
> ধন্যবাদ।
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা -
> ২০১১<
> http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals
> >"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list