[Ubuntu-BD] উবুন্টুতে ফন্টগুলো ভেঙে যাচ্ছে

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Sat Sep 18 07:34:15 BST 2010


ভাই মায়া

আপনার এই সমস্যার কারন আপনার মাদারবোর্ডের বিল্টইন গ্রাফিক্স কার্ডের মেমোরী
জনিত। কোন কারনে আপনার কম্পুর বিল্টইন গ্রাফিক্স কার্ডের মেমোরী লোড নিতে
পারেনি আর এই ধরনের রেন্ডারিং করেছিলো। ভয় পাবার কিচ্ছু নেই। আপনি এরকম
পরিস্থিতিতে ভবিষ্যৎএ পড়লে জানাবেন। ব্যবস্থা নেয়া যাবে।

আর আপনি এরকম পরিস্থিতিতে প্রথমে  Ctrl+Alt+F1 এবং তারপর Ctrl+Alt+Del পরপর
দুবার চেপে সিস্টেম রিবুট করতে পারেন।

-- 
রিং
মুঠোফোনঃ+8801671411437
বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।
সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
<http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>


More information about the ubuntu-bd mailing list