[Ubuntu-BD] উবুন্টুতে ফন্টগুলো ভেঙে যাচ্ছে
Maya Max
maya2k10 at gmail.com
Fri Sep 17 13:45:46 BST 2010
এটা কি ধরণের সমস্যা? নিশ্চয়ই ফন্ট সম্পর্কিত নয়। তাহলে কি ডিসপ্লে
ড্রাইভার নাকি মেমরী সম্পর্কিত? ঠিক বুঝতে পারছি না। হঠাৎ করে নিচের ছবির
মত হয়ে যাওয়ার পর তাড়াতাড়ি PrtScr চেপে সেভ করে মেশিন রিস্টার্ট (বডিবাটন
চেপে) দিয়েছি। খুব ভয় পেয়ে গিয়েছিলাম।
নমুনা ছবি:http://2.bp.blogspot.com/_JBHfzEovWs8/TJNhN5W9wcI/AAAAAAAAAns/FXosCi3EIZE/s1600/ubuntu-problem.jpeg
ধন্যবাদ
More information about the ubuntu-bd
mailing list