[Ubuntu-BD] উবুন্টুতে k3b দিয়ে ভিডিও ডিভিডি রাইট প্রসঙ্গে।

n1 n1.ubuntu007 at gmail.com
Fri Sep 17 20:37:55 BST 2010


আবশ্যই। ধন্যবাদ, সেটা আবার নিজেই প্রমাণ করে দেয়ার জন্য।

2010/9/17 Shabab Mustafa <shabab at linux.org.bd>

> 2010/9/17 n1 <n1.ubuntu007 at gmail.com>
>
> > অবশ্যই, বাঙ্গালীর স্বভাব কই যাবে বলেন? বসতে দিলে খায়তে চাবে, খায়তে দিলে
> > ঘাড়ে
> > উঠতে চাবে, ঘাড়ে উঠতে দিলে মাথায় উঠতে চাবে।
> >
>
> জ্বি, ঠিকই বলেছেন। তবে আরো কয়েকটা মনে হয় বাদ গেল। যেমন: অপ্রাসঙ্গিক হলেও
> নাক
> গলাবে, মানুষজনকে আজাইরা খোঁচা মারবে, কথায় কথায় 'বাঙ্গালী' আর ইতরের মধ্যে
> পার্থক্য খুব কম তা প্রমাণে সচেষ্ট থাকবে ইত্যাদি।
>
> ---
> Shabab Mustafa
> Liaison Person
> Ubuntu Bangladesh
> https://wiki.ubuntu.com/Shabab
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list