[Ubuntu-BD] উবুন্টুতে ফন্টগুলো ভেঙে যাচ্ছে

Maya Max maya2k10 at gmail.com
Sat Sep 18 12:32:14 BST 2010


ভাইরে, উত্তর দেয়ার জন্য ধন্যবাদ। কিন্তু উত্তরটা শুনে দুঃখ পেলাম।
ইন্টেলের মাদারবোর্ড, ডুয়েল কোর প্রসেসর, ব়্যাম ১ জিবি। এতে যদি উবুন্টু
১০.০৪ এরকম করে, তাহলে কেমন হবে? উল্লেখ্য, অন্য পার্টিশনে থাকা এক্সপিতে
আমি আলাদা গ্রাফিক্স কার্ড ছাড়াই nfs7 গেমটা খেলতে পারি।

On 18/09/2010, সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com> wrote:
> ভাই মায়া
>
> আপনার এই সমস্যার কারন আপনার মাদারবোর্ডের বিল্টইন গ্রাফিক্স কার্ডের মেমোরী
> জনিত। কোন কারনে আপনার কম্পুর বিল্টইন গ্রাফিক্স কার্ডের মেমোরী লোড নিতে
> পারেনি আর এই ধরনের রেন্ডারিং করেছিলো। ভয় পাবার কিচ্ছু নেই। আপনি এরকম
> পরিস্থিতিতে ভবিষ্যৎএ পড়লে জানাবেন। ব্যবস্থা নেয়া যাবে।
>
> আর আপনি এরকম পরিস্থিতিতে প্রথমে  Ctrl+Alt+F1 এবং তারপর Ctrl+Alt+Del পরপর
> দুবার চেপে সিস্টেম রিবুট করতে পারেন।
>
> --
> রিং
> মুঠোফোনঃ+8801671411437
> বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
> জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
> প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
> ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
> ঢাকা-১০০০।
> সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
> বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
> <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list