[Ubuntu-BD] উবুন্টুতে k3b দিয়ে ভিডিও ডিভিডি রাইট প্রসঙ্গে।
n1
n1.ubuntu007 at gmail.com
Fri Sep 17 05:58:20 BST 2010
অবশ্যই, বাঙ্গালীর স্বভাব কই যাবে বলেন? বসতে দিলে খায়তে চাবে, খায়তে দিলে ঘাড়ে
উঠতে চাবে, ঘাড়ে উঠতে দিলে মাথায় উঠতে চাবে।
2010/9/17 ajom mahmud <ajomraj at gmail.com>
> রিং ভাই,
> আপনার ভালো থাকা কাম্য।
> আমি এই ভাবে রাইট করলে কি তা VOB ফাইল হিসাবে রাইট হবে?
> ব্যপারটা যদিও আমি একটা ডিভিডি রাইট টেষ্ট করলেই দেখা হতো কিন্তু
> আসলে লিনাক্সে পরিবারকে আমি সব সময় খুব হেল্পফুল ভাবি। এখানে সাহায্য চাইতেও
> কেমন যেন ভালো লাগে।
>
> বিণত
> আজম
>
More information about the ubuntu-bd
mailing list