[Ubuntu-BD] উবুন্টুতে k3b দিয়ে ভিডিও ডিভিডি রাইট প্রসঙ্গে।

ajom mahmud ajomraj at gmail.com
Fri Sep 17 05:36:34 BST 2010


রিং ভাই,
আপনার ভালো থাকা কাম্য।
আমি এই ভাবে রাইট করলে কি তা VOB ফাইল হিসাবে রাইট হবে?
ব্যপারটা যদিও আমি একটা ডিভিডি রাইট টেষ্ট করলেই দেখা হতো কিন্তু
আসলে লিনাক্সে পরিবারকে আমি সব সময় খুব হেল্পফুল ভাবি। এখানে সাহায্য চাইতেও
কেমন যেন ভালো লাগে।

বিণত
আজম



On 9/16/10, সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com> wrote:
> আজম ভাই
>
> আপনি k3b থেকে More Actions এ গিয়ে New Video CD Project / New Video DVD
> Project থেকে আপনার কাজ চালিয়ে নিতে পারবেন আশা করি।
>
> --
> রিং
> মুঠোফোনঃ+8801671411437
> বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
> জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
> প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
> ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
> ঢাকা-১০০০।
> সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
> বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
> <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list