[Ubuntu-BD] উবুন্টুতে k3b দিয়ে ভিডিও ডিভিডি রাইট প্রসঙ্গে।

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Fri Sep 17 06:33:58 BST 2010


@ভাই n1
আমাদের এই মেইলিং লিস্ট কিছু পাগল-ছাগল দেরই কারখানা। এখানে যে কেউ যখন-তখন,
বইতে-খাইতে-শুইতে পারে। আর সবার জানার আগ্রহ আর চাহিদা পূরন করতেই এই
পাগল-ছাগলরা একত্রিত হয়েছি।

@আজম ভাই
ভিডিও ডিভিডি প্রজেক্টের আউটপুট VOB ফরম্যাটে আসার কথা। আমি কখনো করে দেখিনি
কারন আমি মাল্টিমিডিয়া নিয়ে কাজ করিনি। সামান্য কিছু পড়াশুনা ছিলো সেজন্যই
বললাম। পরামর্শগুলো আপনার কাজে আসলে একটু আনন্দ পেতাম এই যা।

-- 
রিং
মুঠোফোনঃ+8801671411437
বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।
সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
<http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>


More information about the ubuntu-bd mailing list