[Ubuntu-BD] নেট সংযোগ ঘটাতে পারছি kintu Bngal likhte parchina aar Sound ashchena

Sushanta Kar karsushanta40 at gmail.com
Mon May 31 18:20:02 BST 2010


লেনিন,
ধন্যবাদ! এই মাত্র আমি অভ্রকে একতা মেইল করলাম। আপনি বেশ কিছু প্রশ্নের উত্তর
পেয়ে যাবেন আশা করছি। বাকি আপনার কথা মতো ইনলাইন দেবার চেষ্টা করছিঃ


2010/5/31 Lenin <doctortomorrow at gmail.com>

> >
> >
> > আর অবশ্যই অবশ্যই আমাদের প্রযুক্তির <http://forum.amaderprojukti.com>
> সদস্য
>
> > হয়ে যান। এই ফোরামের সবকিছু বাংলায়, তাই আপনার বুঝতে কোনই সমস্যা হবেনা। ঐ
> > ফোরামে প্রচুর উবুন্টু ব্যবহারকারী রয়েছেন, যারা সবসময়ই সাহায্য করার জন্য
> > উন্মুখ। তাছাড়া পশ্চিমবঙ্গের অনেক উবুন্টু ব্যবহারকারী সেখানে আছেন, তাই
> হয়তো
> > আপনার বাসায় গিয়ে সমাধান করে দেবার মত লোকও জুটে যেতে পারে।
>
> @অভ্রনীল
> সুশান্ত পশ্চিমবঙ্গ থেকে নন। তিনি মেঘালয় থেকে। একারণেই রিং ভ্রাতা সরাসরি
> সাহায্য করতে পারেননি।
>
আমি অসমের তিনসুকিয়াতে থাকি। একেবারে মায়ানমার সীমান্তের কাছাকাছি।

>
> যাহোক, @সুশান্ত আপনি কেবল এটুকু বিশ্বাস রাখলেই চলবে যে আপনি সহজেই
> উবুন্তুতে
> অভ্যস্ত হতে পারবেন। তাহলেই আমরা আপনাকে সাহায্য করতে পারবো। ফোরামে যেহেতু
> নথিভূক্তভাবে আপনার অনেক সমস্যাই সমাধান দেয়া আছে এবং আপনার জন্য সেটি অনেক
> অনেক ব্যবহার বান্ধব হবে, সেকারণেই ওটি ব্যবহার করতে বলা।
> সে বিশ্বাস আমার আছে। এতে অনেক বিশি সুবিধে আছে , সেতি বুঝতে পারছি!
> আপনি বাংলা লিখছেন কীভাবে? কোন পদ্ধতি ব্যবহার করে? সবাই যখন উত্তর দিচ্ছেন
> তখন আপনি সময় করে একবার ইনলাইন উত্তর দিন। অর্থাৎ উত্তরের মাঝেই মার্ক করে
> দিয়ে
> নিজের ব্যাখ্যা অথবা যে অংশটি বুঝতে বেগ পাচ্ছেন তা চিহ্নিত করে দিন। তা'নাহলে
> আপনি ঠিকঠাক উত্তর দিতে গড়িমসি করলে উত্তরদাতাদের ধৈর্য নাও থাকতে পারে।
> আমি সাধারণত অভ্র ফনেটিক ব্যাবহার করে থাকি।
>
> [এই প্রসঙ্গে আমার মনে হয় স্কিলসেট এর জন্য একটি ফর্ম তৈরি করে রাখা যায় তাতে
> প্রোফাইল তৈরি হবে। আর তৈরিকৃত প্রোফাইলটি উত্তরদাতা প্রশ্ন করার সময় হয়
> লিঙ্ক দেবেন অথবা, পেস্ট করে দেবেন।] ফর্মটি প্রতিটি মেইলের ফুটারে ছোট লিংকে
> থাকতে পারে।
> -দেখুন কী করা যায়!
>
আপাতত আমার সাউণ্ড সমস্যাও সমাধান হলো মনে হয়। অভ্র সমাধান হলেই আপাতত একতা বড়
ঘাটপেরুনো যাবে!
সুশান্ত

> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Sushnta Kar
সুশান্ত কর
তিনসুকিয়া, আসাম

আমার ব্লগগুলি:
http://sushantakar40.blogspot.com
http://ishankonerkahini.blogspot.com
http://ishankonerkotha.blogspot.com
আমার সম্পাদিত 'প্রজ্ঞান'
http://pragyan06now.blogspot.com
http://sites.google.com/site/pragyan06now

"স্বাজাত্যের অহমিকার থেকে মুক্তি দানের শিক্ষাই, আজকের দিনের প্রধান শিক্ষা"
রবীন্দ্রনাথ


More information about the ubuntu-bd mailing list