[Ubuntu-BD] নেট সংযোগ ঘটাতে পারছি kintu Bngal likhte parchina aar Sound ashchena
Lenin
doctortomorrow at gmail.com
Mon May 31 17:45:21 BST 2010
>
>
> আর অবশ্যই অবশ্যই আমাদের প্রযুক্তির <http://forum.amaderprojukti.com> সদস্য
> হয়ে যান। এই ফোরামের সবকিছু বাংলায়, তাই আপনার বুঝতে কোনই সমস্যা হবেনা। ঐ
> ফোরামে প্রচুর উবুন্টু ব্যবহারকারী রয়েছেন, যারা সবসময়ই সাহায্য করার জন্য
> উন্মুখ। তাছাড়া পশ্চিমবঙ্গের অনেক উবুন্টু ব্যবহারকারী সেখানে আছেন, তাই হয়তো
> আপনার বাসায় গিয়ে সমাধান করে দেবার মত লোকও জুটে যেতে পারে।
@অভ্রনীল
সুশান্ত পশ্চিমবঙ্গ থেকে নন। তিনি মেঘালয় থেকে। একারণেই রিং ভ্রাতা সরাসরি
সাহায্য করতে পারেননি।
যাহোক, @সুশান্ত আপনি কেবল এটুকু বিশ্বাস রাখলেই চলবে যে আপনি সহজেই উবুন্তুতে
অভ্যস্ত হতে পারবেন। তাহলেই আমরা আপনাকে সাহায্য করতে পারবো। ফোরামে যেহেতু
নথিভূক্তভাবে আপনার অনেক সমস্যাই সমাধান দেয়া আছে এবং আপনার জন্য সেটি অনেক
অনেক ব্যবহার বান্ধব হবে, সেকারণেই ওটি ব্যবহার করতে বলা।
আপনি বাংলা লিখছেন কীভাবে? কোন পদ্ধতি ব্যবহার করে? সবাই যখন উত্তর দিচ্ছেন
তখন আপনি সময় করে একবার ইনলাইন উত্তর দিন। অর্থাৎ উত্তরের মাঝেই মার্ক করে দিয়ে
নিজের ব্যাখ্যা অথবা যে অংশটি বুঝতে বেগ পাচ্ছেন তা চিহ্নিত করে দিন। তা'নাহলে
আপনি ঠিকঠাক উত্তর দিতে গড়িমসি করলে উত্তরদাতাদের ধৈর্য নাও থাকতে পারে।
[এই প্রসঙ্গে আমার মনে হয় স্কিলসেট এর জন্য একটি ফর্ম তৈরি করে রাখা যায় তাতে
প্রোফাইল তৈরি হবে। আর তৈরিকৃত প্রোফাইলটি উত্তরদাতা প্রশ্ন করার সময় হয়
লিঙ্ক দেবেন অথবা, পেস্ট করে দেবেন।] ফর্মটি প্রতিটি মেইলের ফুটারে ছোট লিংকে
থাকতে পারে।
More information about the ubuntu-bd
mailing list