[Ubuntu-BD] আর নেট সংযোগ ঘটাতে পারছি না
Aero River
aero4k at gmail.com
Thu May 27 18:59:17 BST 2010
motherboard cd image of kar susanta
http://4.bp.blogspot.com/_8X8A6_fKD8A/S_6fqMPDs0I/AAAAAAAADF0/d77ZSic31wQ/s1600/kar.sushanta.Motherboard.jpg
2010/5/27 Sushanta Kar <karsushanta40 at gmail.com>
> প্রিয় অভ্রনীল,
> "আপনাকে ইংলিশে নির্দেশনা কে দিল? আমি তো এই মেইলের পুরো থ্রেডেই দেখলাম বাংলা
> লেখা! "
> হ্যাঁ, তাতো বটে। আসলে আমি সেই নির্দেশিকাগুলোতে থাকা পরিভাষাগুলোর কথা
> বলছিলাম। যেগুলো ইংরেজিতে আছে।
> যাইহোক আমি আবারো নতুন করে ইন্সটল করলাম। তাতে আগেরটা মুছে যাবে ভাবলাম কিন্তু
> সেটা পারিনি।
> যাই হোক এবারে ভাষা ইংরজি নির্বাচন করলাম। এটা করে বুঝলাম, স্ক্রীণ রিজোল্যুশন
> পাল্টাতে গিয়ে মাউস চলে গেছিল। কি করে যেন আবার ওখানেই টিপে টিপে চলেও এলো।
> এবারে বোধহয় আমি 'ইউজার নেম আর পাসঅয়ার্ড' নেট সংযোগেও সমর্থ হয়েছি। কেন না
> সংযোগ সম্পন্ন বলে দেখাচ্ছে। কিন্তু ফায়ার ফক্স খুললে 'সার্ভার নট ফাঊন্ড'
> দেখাচ্ছে।
> আচ্ছা, আমারতো উইন্ডজে নেট সংযোগ রয়েছে। তার জন্যে কী আরেকটা সিস্টেমে নেট
> সংযোগ হচ্ছে না?
> পুরোনো ইন্সটল করা উবুন্টু আনিন্সটল করি কী করে? সাউন্ড সমস্যাটা আছে। সেটা
> এখন
> থাক। এক এক করে করি।আপাতত, নেট সংযগ নিয়ে আর পুরোনোটা আনিন্সটল করা নিয়ে বলুন।
> ধন্যবাদ
> সুশান্ত
>
> 2010/5/25 Ovro Niil <ovroniil at gmail.com>
>
> > >
> > > আমি নেট থেকে নামিয়ে সিডিতে বার্ণ করে ইন্সটল করেছি। আপাতত মাউসের
> সমস্যাটা
> > > সমাধান নাহওয়াতে আর কিছু করতে পারছিনা।
> > >
> >
> > সিডিতে বার্ন করে কিভাবে উবুন্টু ইন্সটল করার চেষ্টা করেছেন? আপনি কি সিডিরম
> > থেকে বুট করেছেন নাকি উইন্ডোজ চালু থাকা অবস্থায় সিডি ঢুকিয়ে উইন্ডোজে
> যেভাবে
> > কোন প্রোগ্রাম ইন্সটল করা হয় সেভাবে করেছেন? দ্বিতীয় পদ্ধতিকে বলা হয় উবি
> > (wubi)। উবিতে মাউস সংক্রান্ত সমস্যার কথা শুনেছিলাম। তাই প্রথম পদ্ধতিটিই
> > শ্রেয়তর। তাই উবি দিয়ে করে থাকলে এবার প্রথম পদ্ধতি দিয়ে করে দেখুন।
> >
> > যদি আপনি প্রথম পদ্ধতিতে মাউস জনিত সমস্যায় পড়েন তবে আমি সাজেস্ট করব সিডিতে
> > বার্ন না করে ইউএসবি ড্রাইভ দিয়ে চেষ্টা করুন। ইউএসবি ড্রাইভ থেকে কিভাবে
> > উবুন্টু ইন্সটল করতে হবে তার টিউটোরিয়াল পাবেন
> > এখানে<
> >
> http://nasir8891.wordpress.com/2010/05/11/create-ubuntu-live-bootable-usb/
> > >।
> >
> >
> > আপনার কম্পিউটার যদি ব্রান্ডের পিসি হয়ে থাকে তাহলেও মাউসের এ সমস্যা হতে
> পারে
> > সেক্ষেত্রে এই পোস্টটি<
> >
> http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=5359&st=0&sk=t&sd=a&start=20#p45890
> > >পড়ুন।
> >
> > এখন আপনাদের সমস্ত নির্দেশিকা ইংরেজিতে আসায় আমার বুঝতেও অসুবিধে হচ্ছে।
> > >
> >
> > আপনাকে ইংলিশে নির্দেশনা কে দিল? আমি তো এই মেইলের পুরো থ্রেডেই দেখলাম
> বাংলা
> > লেখা! আর বাংলা নির্দেশনা চাইলে পাবেন
> > এখানে<http://forum.amaderprojukti.com/ubuntuindex>
> > ।
> >
> > এখন প্রথম করবার কাজ হলো, মাউস সমস্যা ঠিক করা আর ভাষা ইংরেজিতে পালটে ফেলা।
> > না
> > > পারলে আবার ইন্সটল করা।
> > >
> >
> > ইয়ে ... আমি একটু কনফিউসড! আপনার মাউস কি লাইভ সিডিতে কাজ করছেনা নাকি
> ইন্সটল
> > করার পর কাজ করছে না? আমি ধরে নিয়েছিলাম লাইভ সিডিতে কাজ করছেনা।
> >
> > মাদার বোর্ডের প্রচ্ছদের একটা ছবি পাঠালাম।
> >
> >
> > >
> > ছবি যদি এ্যাটাচ করে দেন তাহলে সমস্যা, কারণ মেইলিং লিস্টে এটাচড কিছু
> আসেনা।
> > কোন সাইটে আপ্লোড করে দয়া করে সেটার লিংক দিয়ে দেবেন।
> >
> >
> > --
> > অভ্রনীল ::: Ovroniil
> > http://ovroniil.wordpress.com/
> > --
> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > ubuntu-bd at lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
>
>
>
> --
> Sushnta Kar
> সুশান্ত কর
> তিনসুকিয়া, আসাম
>
> আমার ব্লগগুলি:
> http://sushantakar40.blogspot.com
> http://ishankonerkahini.blogspot.com
> http://ishankonerkotha.blogspot.com
> আমার সম্পাদিত 'প্রজ্ঞান'
> http://pragyan06now.blogspot.com
> http://sites.google.com/site/pragyan06now
>
> "স্বাজাত্যের অহমিকার থেকে মুক্তি দানের শিক্ষাই, আজকের দিনের প্রধান শিক্ষা"
> রবীন্দ্রনাথ
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
Aero
http://www.banglahacks.com
More information about the ubuntu-bd
mailing list