[Ubuntu-BD] Remastersys
arafat_ah at ovi.com
arafat_ah at ovi.com
Sat Jun 19 18:37:30 BST 2010
ভাইয়া, উত্তর দেয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি BACKUP অপশন সিলেক্ট করে যে ISO পেয়েছি সেটা ১.২ গিগাবাইট । এটা ডিভিডিতে বার্ন করেছি। এটাও তো লাইভ ডিভিডি। এতেও সফটওয়্যার প্লাগিন সব আছে এবং এটা দিয়ে আমি গানও প্লে করেছি। এর লাইভ সেশনে থিমও (MAC-4-LIN) আমার মূল পিসিরটাই হুবহু এসেছে। DIST কমান্ডের মাধ্যমে যে ISO পেয়েছি সেটা ০.৯৮ গিগাবাইট। এটা এখনো বার্ন করিনি। BACKUP থেকে পাওয়া ISO এর DVD দিয়ে উবুন্তু ইনস্টল করা যাবে? করলে কোন সমস্যা আছে কি? কোনটা সুবিধাজনক?
--------------------------------------------------------------
Ovi Mail: Available in 20 languages
http://mail.ovi.com
More information about the ubuntu-bd
mailing list