আরাফাত ভাই আপনার এ প্রশ্নের উত্তরে বলতে হচ্ছে, আপনার ইউজার লেভেল ডাটাসহ যে ব্যাকআপ তা তৈরী হয় "ব্যাকআপ" কমান্ডে আর শুধু আপনার সিস্টেমের ব্যাকআপ সহ ডিস্ট্রো তৈরী হয় "ডিস্ট" কমান্ডে। আপনি যদি শুধু নিজের জন্যই রিমাস্টারসিস ব্যবহার করেন তবে "ব্যাকআপ" কমান্ড দেন, আর অন্য কোন পিসিতে দিতে চান তবে "ডিস্ট" কমান্ড দেন। রিং +৮৮০১৬৭১৪১১৪৩৭