[Ubuntu-BD] Remastersys

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Sat Jun 19 17:45:38 BST 2010


আরাফাত দাদা আপনাকে ফোরামে পেয়ে ভালো লাগছে। আপনার কাজে আসবে sudo remastersys
dist কমান্ডটা। এর ফলে যে custom.iso ফাইল তৈরী হবে সেটাই আপনার সিস্টেমের সব
সফটগুলো সহ প্রিইন্সটলড ডিস্ট্রোর লাইভ ডিভিডি। আর ব্যাকআপ কমান্ড দিয়ে যেটা
হয়েছে সেটা আপনার /var/cache/apt/archives এর ব্যাকআপ। ওটা দিয়ে আপনার বর্তমান
সিস্টেমের সব সফট অন্য যে কোন সিস্টেমে ইন্সটল করতে সোর্স সিডি হিসেবে ব্যবহার
করতে পারবেন।

রিং
+৮৮০১৬৭১৪১১৪৩৭
+৯১৯৮৭৪০৭৯৮৮১


More information about the ubuntu-bd mailing list