[Ubuntu-BD] নেট সংযোগ ঘটাতে পারছি kintu Bngal likhte parchina aar Sound ashchena
সাজেদুর রহিম জোয়ারদ
সাজেদুর রহিম জোয়ারদ
Sun Jun 6 04:56:38 BST 2010
@সবাই
কোড লিখে scim কে সিস্টেম স্টার্টআপে যোগ করার চেষ্টা বৃথাই, কেননা scim এর
ম্যানেজারেই তা মাউস ক্লিকে করা সম্ভব এবং আমি আজ পর্যন্ত্য কাউকেই ঐ জটিল পথে
হাঁটাইনি। নতুন লিনাক্স ব্যবহারকারী যাঁরা আছেন তাঁদের জন্য যত সহজে কাজ করানো
পথ বলে দেয়া যাবে তাঁরা ততই আগ্রহী হয়ে উঠবে।
@সুশান্ত কর
দাদা আপনার সিস্টেম স্টার্টআপের সময়ই scim তার মডিউল সহ লোড হচ্ছিল। সমস্যা
যেটা হচ্ছিল সেটা হলো কী-বোর্ড সুইচিং শর্টকাটে। ওটা ঠিক করে দিতেই সব ঠিক।
আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ থাকলো সুশান্ত দা, আপনি সময় করে "আমাদের
প্রযুক্তিতে" লিনাক্স সাবফোরামে আপনার সমস্যাটা আর তার সমাধান বিষয়ে একটা টপিক
পোষ্ট করুন। তাতে নতুনদের অনেক প্রশ্ন, প্রশ্ন করার ধরণ, প্রশ্নের অসংগতি,
অসম্পূর্ণতা এবং আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা ইত্যাদি নিয়ে ফোরামে আলোচনা সমন্ধে
বেশ ভালো একটা সাম্যক ধারনা হবে। আর একটা নির্দিষ্ট স্থান থেকে ভবিষ্যতেও
সমাধানটা নবীনদের কাজে আসবে।
রিং
+8801671411437
+919874079881
More information about the ubuntu-bd
mailing list