[Ubuntu-BD] নেট সংযোগ ঘটাতে পারছি kintu Bngal likhte parchina aar Sound ashchena
Lenin
doctortomorrow at gmail.com
Sat Jun 5 00:08:00 BST 2010
2010/6/4 Junayeed Ahnaf Nirjhor <zombiegenerator at gmail.com>
কাছে কৃতজ্ঞ। এখানে কেউ উন্নাসিক নন। লেনিন চাচু তো নন ই। লিনাক্স সম্পর্কে
> ওনার জ্ঞান বাংলাদেশের শীর্ষ ১০/২০ জনের মাঝে ওনাকে এনে দিতে পারেন। উনি
>
*মেইলটা এতো পরে এলো কী করে বুঝলাম না।* যাই হোক, নির্ঝর এখানে যা অত্যুক্তি
করেছে তা সীমাহীন, আর তাই এর প্রতিবাদ না করলে সবাইকে অপমান করা হবে। আমি
মোটেও লিনাক্সে ততোটা দক্ষ নই যাতে আমাকে নবীসের চেয়ে বেশি কিছু বলা যাবে।
এবং নির্ঝর তুমি নিজেই প্রমাণ দিয়েছো লিনাক্সে অভিজ্ঞ হতে হলে বুয়েট পাশ করে
আসতে হয়না। ক্লাস ওয়ানের বাচ্চাও লিনাক্সে অভ্যস্ত হয়ে উঠতে বাধা নেই। যাহোক
লিনাক্সে আমি কতোটা আনাড়ি তা সবার সামনে বলে ফেলছি না এখনি। :)
আগের প্রসঙ্গে একটু না যোগ করলেই নয়।
উবুন্তু বাংলাদেশ গ্রুপে একজন ভারতীয় সাহায্য চাইছেন এটা অত্যন্ত গর্বের বিষয়।
নিজে যেচে সাহায্য করতে গিয়ে অপমানিত হবার চেয়ে খারাপ অভিজ্ঞতা আর নেই। সুশান্ত
মশাই আমাকে সেই অভিজ্ঞতাই দিয়েছেন। উপমার আতিশয্য তিনি তাদের ধর্মীয়
মহাগ্রন্থের মহা খলনায়ক দুর্যোধনের সাথে তুলনা করে ছেড়েছেন। এরপর বোধকরি আমার
কিছু বলার অধিকার তৈরি হয়েই যায়। আমি চাইলে তার প্রতিটি লাইন-বাই-লাইন
বেখেয়ালিপনা এবং অতপর অপ্রাসঙ্গিক কথা বা আনপ্রেডিক্টেবল প্রসঙ্গ এনে
দীর্ঘসূত্রিতা বাড়িয়ে গেছেন। তাকে সাহায্য করার জন্য ডেক্সটপ শেয়ারিং বা
প্রত্যক্ষভাবে পাশে বসে দেখানোর সেকারণেই বিকল্প ছিলোনা। আমার নিজেরও দোষ
আছে, আমি ব্যস্ততা সত্ত্বেও তার সমস্যাটি দ্রুত নিষ্পত্তি হোক চেয়েছিলাম
কিন্তু যতোটা ডিটেইলে উত্তর দেয়া প্রয়োজন ছিলো তা সময়ের অভাবেই করা হয়ে
ওঠেনি।
একটি প্রসঙ্গ সবাই খেয়াল করে থাকবেন, তিনি সাজেদুর রহিম সাহেবের দেয়া লিঙ্ক
লিনাক্সের তা তিনি যেমন উল্লেখ করেছেন আমিও করেছি। কিন্তু তার জন্য যেভাবে
যুক্তি দেখিয়েছেন তা প্রায় অবিশ্বাস্য। রবীন্দ্রনাথের শিক্ষাদর্শনের যিনি
পুজারি অর্থাৎ "ভর্ৎসণাবিহীন শিক্ষাচার" তার কাছ থেকে অন্তত 'আপনি চটে যাচ্ছেন
কেনো' জাতীয় কথা আশা করিনি। বরং উপকারির প্রতি কৃতজ্ঞতাবোধ থাকায় আমার কোনো
বাক্য তার আত্মসম্মানে লাগলেও বিনয় সহকারেই বলতে পারতেন।
যাহোক, নির্ঝরের মেইলটা ডিলেইডভাবে না এলে এটুকুও লিখতাম না।
সবার কাছে ঘটে যাওয়া পরিস্থতির জন্য ক্ষমাপ্রার্থী সাথে এও উল্লেখ করি, সুশান্ত
এভাবে প্রতিক্রিয়া জানাবেন ঘুণাক্ষরেও কল্পনা করিনি।
ধন্যবাদ
লেনিন
More information about the ubuntu-bd
mailing list