[Ubuntu-BD] নেট সংযোগ ঘটাতে পারছি kintu Bngal likhte parchina aar Sound ashchena
Junayeed Ahnaf Nirjhor
zombiegenerator at gmail.com
Fri Jun 4 03:58:47 BST 2010
On Fri, 2010-06-04 at 08:13 +0600, Aero River wrote:
> কারও মনে ব্যথা দিলে আমি দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।
> আমি নিজেও উবুন্টুতে নতুন। ইংরেজিও ভাল পড়তে পারিনা। সবকিছু আমাকে একা একাই
> শিখতে হচ্ছে। বাংলাদেশের গিক'দের মানসিকতার উদাহরণ বাস্তবে দেখেছি। এটা ঠিক
> এদেশের প্রাইমারিতে ভর্তি হওয়া ছাত্রদের মধ্যে মাত্র ০.০০০১ % মাস্টার্স পড়তে
> পারে। তাদের মধ্যে আরও অনেক কম সংখ্যক পড়তে পারে বুয়েট বা কম্পিউটার বিজ্ঞানের
> মতো জটিল বিষয়ে। অতএব তারা একটু উন্নাসিক হবেন এ আর বিচিত্র কি? তৃতীয় বিশ্ব
> না?
শুনেন ভাই, আপনি এগুলা কি বলছেন? আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? তৃতীয় বিশ্ব
শব্দটা বর্ণবাদীতার অপ্রাধ হিসাবে গণ্য করা যায়। আর লিনাক্স জানতে কোনো
কম্পিউটার বিজ্ঞানী বা রকেট গবেষক বা বুয়েটের ছাত্র হওয়া লাগে না। এমনকি
পড়াশোনা কম জানা মানুষও লিনাক্স ইউজ করতে পারে। উদাহরণ, আমার ক্লাশ ১ এ পড়া
ভাই। সে লিনাক্স মিন্ট ৯ ইউজার এবং বেশ ভালোভাবেই কাজ করতে পারে। আমি ক্লাশ
৯ এ প্রথম ম্যানড্রিভা দিয়তে শুরু করি আমার লিনাক্স অভিযান। আমাকে তো কেউ
হেল্প করে নাই। আমি পরবর্তীতে এই লিস্টে পরিচিত হয়ে বেশ কয়েকবার অনেকগুলো
প্রশ্ন করেছি সবাই ভালোভাবে ব্যখ্যা করে উত্তর দিয়েছেন আমি সেই জন্য সবার
কাছে কৃতজ্ঞ। এখানে কেউ উন্নাসিক নন। লেনিন চাচু তো নন ই। লিনাক্স সম্পর্কে
ওনার জ্ঞান বাংলাদেশের শীর্ষ ১০/২০ জনের মাঝে ওনাকে এনে দিতে পারেন। উনি
যথেষ্টই সাহায্যপ্রবণ। আমি উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র কিন্তু বুয়েট বা
কম্পিউটার বিজ্ঞান না পড়েও কাজ চালানোর মত জ্ঞান অর্জন করেছি। তাই
মাস্টার্স পড়া লিনাক্স শেখার কোন শর্ত না।
> যাহোক, ফোরাম ব্যবহার করার জন্য অভ্রনীল, শাবাব মুস্তাফা (তাদের মতো উদার,
> ধৈর্যশীল, সহায়তাপ্রবণ মানুষ টেক বাংলায় বিরল, আমার দুর্ভাগ্য যে, তাদেরকে আমি
> বাস্তবে পাইনি) আমাকে একাধিকবার বলেছেন। কিন্তু নেট স্পিড কম এবং সেটাও (phpbb)
> আর একটা নতুন সফটওয়ার (ওয়েব এপ্লিকেশন)। অতকিছু শেখার মতো মেধা আমাদের কি আর
> আছে? এখন পর্যন্ত উইকিপিডিয়ার কোডগুলো বুঝতে পারলাম না। সেই আমি উবুন্টু
> ব্যবহার করছি এবং একটু একটু বুঝতে পারছি। অতএব আমাদের বুদ্ধির মাত্রা কতটুকু
> বিবেচনা করুন।
আপনি এমনভাবে বলছেন যেন সবাই আপনাকে এসেম্বলি শিখে একটা নতুন কার্ণেল
বানাতে বলছেন। ব্যপারটা তো তা না। ফোরাম ইউজ করা হাতি ঘোড়া কোন কাজ না।
ক্লাশ ৭ এর ছেলেও করে (সাইফদিবস৭)। আর আপনি পারবেন না? একজন শিক্ষক জাস্ট
কিছু কোড আত্মস্থ করতে পারবেন না তিনি কেমন শিক্ষক? আর না পারলেও ক্ষতি
নাই, নীচে রেফারেন্স আছে। দেখে দেখে করবেন। নেট স্পিড স্লো হাস্যকর অজুহাত।
কারণ এমন কিছু বেশী নেট স্পিড লাগে না (ফোরাম কোন জাভা গেম না এইটা একটা
ওয়েব অ্যাপ্লিকেশন)।
> সুশান্ত কর একজন বাংলা ভাষার শিক্ষক। তাঁকে আমিই ঠেলেঠুলে উবুন্টুতে নিয়ে
> এসেছি। কিন্তু সমস্যাগুলোর সমাধান দিতে পারিনি বলেই না মেইলিং লিস্টে তাকে
> পাঠিয়েছি। আমি সমাধান করতে পারলে তো আর এখানে পাঠাতাম না। সেইজন্য এখানে আমার
> অংশগ্রহণ কম।
অংশগ্রহণ তাহলে কম ই রাখতে পারতেন। শুধুশুধু এসে বিদ্রুপাত্মক মন্তব্য না
করলেই কি হত না? আমিও তো এখন বলতে পারি, "টিপিক্যাল বাঙ্গালী মানষিকতা"
কিন্তু আমি তা বলব না কারণ আমি একজনের মানষিকতার জন্য একটি সম্প্রদায়কে
দোষারোপ করতে পারি না। আমার সেই অধিকার নেই। আপনারও কথাটি মনে রাখা উচিত
ছিল যখন তৃতীয় বিশ্বের কথা বলেছিলেন।
আমার মেইল দেখে কষ্ট পেলে আমার কিছু করার নেই। ভালো থাকবেন।
--
Regards-
Junayeed Ahnaf Nirjhor
Documentation Team,
Linux Mint Bangladesh,
Bogra.
More information about the ubuntu-bd
mailing list