[Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users

Shabab Mustafa shabab.mustafa at gmail.com
Tue Jul 20 13:55:24 BST 2010


আমাদের অনুষ্ঠানের দিন আমাদের রয়েকজন  স্বেচ্ছাসেবক প্রয়োজন। স্বেচ্ছাসেবকের
যোগ্যতা সমূহ:

১. ৪ ঘন্টা একপায়ের উপর ঠায় দাঁড়িয়ে থাকতে পারা। (একটু ভয় দেখালাম আরকি!)
২. সুন্দর করে হাসতে পারা। (দাঁত দেখা গেলে সেটা প্লাস পয়েন্ট :D )
৩. অতিথিদের সাহায্য করার ইচ্ছা পোষণ করা।

মূল দায়িত্ব:

১. অতিথিদের কুশলাদি জিজ্ঞাসা করা
২. অতিথিদের বসার স্থান দেখিয়ে দেয়া
৩. অতিথিদের সমস্যার কথা মন দিয়ে শোনা, ইত্যাদি

আগ্রহী ব্যক্তিগণ 'আজকে রাতেই' নাম, ফোন নম্বরসহ আমাকে মেইল করুন
shabab at linux.org.bd তে। কিংবা ফোন করতে পারেন ০১৯১১ ৯৩ ৯৯ ২১ নম্বরে।


---
Shabab Mustafa



2010/7/20 Junayeed Ahnaf Nirjhor <zombiegenerator at gmail.com>

> On Tue, 2010-07-20 at 01:00 +0600, সাজেদুর রহিম জোয়ারদার wrote:
> > গৌতম দা কে ধন্যবাদ বহুদিন পর জানান দেয়ায় যে আপনি জীবিত। লেনিন ভাইয়ের
> ওপর সব
> > ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকলে চলবে? আর কিছু না হোক মাঝে মধ্যে খবরা খবর
> নিলেও তো
> > মনে শান্তি পাইরে ভাই। এইডা একটু বোঝনে চেষ্টা কইরেন।
>
> আমি সাহায্য করতে পারি, প্রয়োজন হলে।  কিভাবে কি করতে হবে জানিয়ে দিলে খুশি
> হব।
>
> > --
> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > ubuntu-bd at lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
>
>
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list