[Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users
Junayeed Ahnaf Nirjhor
zombiegenerator at gmail.com
Tue Jul 20 11:54:38 BST 2010
On Tue, 2010-07-20 at 01:00 +0600, সাজেদুর রহিম জোয়ারদার wrote:
> গৌতম দা কে ধন্যবাদ বহুদিন পর জানান দেয়ায় যে আপনি জীবিত। লেনিন ভাইয়ের ওপর সব
> ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকলে চলবে? আর কিছু না হোক মাঝে মধ্যে খবরা খবর নিলেও তো
> মনে শান্তি পাইরে ভাই। এইডা একটু বোঝনে চেষ্টা কইরেন।
আমি সাহায্য করতে পারি, প্রয়োজন হলে। কিভাবে কি করতে হবে জানিয়ে দিলে খুশি
হব।
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
More information about the ubuntu-bd
mailing list