[Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users
goutam roy
gtm_roy at yahoo.com
Tue Jul 20 16:33:24 BST 2010
রিং ভাই বোধহয় আমার উত্তরটা ভালোভাবে পড়েন নি। আবারো বলি, আমি যেখানে আছি সেখান
থেকে নেট অ্যাক্সেস করা ঝামেলা। অনেক কষ্ট করে ইমেইল পাঠাতে হয়। আর লেনিন ভাইয়ের
ওপর দায়িত্ব ছেড়ে দিয়ে আমি আসলে নিশ্চিন্তই। কারণ টেকি বিষয়গুলো আমি আসলেই কিছু
জানি না। উপস্থিত থেকে যতোটুকু কাজ করা যায়, ততোটুকু তো করবোই।
আর উপস্থিতি জানান দিই না, কারণ অধিকাংশ থ্রেডেই আমার বলার মতো কিছু থাকে না।
খামোকা ইমেইল পাঠিয়ে বিরক্ত করে কী লাভ!
যা হোক, আড্ডায় আছি, সক্রিয়ভাবে।
.....................
Goutam Roy
Research Coordinator
Research, Evaluation and Dissemination
Plan Bangladesh
Bangladesh Country Office
House 14, Road 35
Gulshan 2, Dhaka 1212
Bangladesh
T + 88-02-9861599, 9860167
M+ 88-01612018951, 01712018951
goutam.roy at plan-international.org
www.plan-international.org
www.bdeduarticle.com
________________________________
From: সাজেদুর রহিম জোয়ারদ <toshazed at gmail.com>
To: Ubuntu Bangladesh <ubuntu-bd at lists.ubuntu.com>
Sent: Tue, July 20, 2010 1:00:58 AM
Subject: Re: [Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users
গৌতম দা কে ধন্যবাদ বহুদিন পর জানান দেয়ায় যে আপনি জীবিত। লেনিন ভাইয়ের ওপর সব
ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকলে চলবে? আর কিছু না হোক মাঝে মধ্যে খবরা খবর নিলেও তো
মনে শান্তি পাইরে ভাই। এইডা একটু বোঝনে চেষ্টা কইরেন।
অনুপ তোমারে ধন্যবাদ। চিপায় চাপায় আমাগো আড্ডার খবর দেওনের লাইগ্যা।
শাবাব যে কেমনে এত ভালো ভালো খবর ছাপাও বুঝিনা। আমি মিয়া রাইত ১টায় দেখলাম
মেইলডা। ধুর । একদিন পরে যদি খবরই পড়তে হয় তাইলে লাভ আছে কোন?
রিং
+8801671411437
--
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd at lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
More information about the ubuntu-bd
mailing list