[Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users
Lenin
lenin at phpxperts.net
Wed Jul 14 19:03:36 BST 2010
আমি খেয়াল করে দেখলাম আমার পেস্ট করা অংশে মেসেজটি কার তা যেমন বোঝা যাচ্ছেনা
তেমনি সেটি যে এক মেয়ের তাও বোঝা যাচ্ছেনা।
আর মেয়ে হওয়াতেই নাম প্রকাশ করা হয়নি। যদিও তার আসল নাম আমি নিজেই জানিনা।
মেইলিং লিস্টে বান্দরের ছবিকে নিজের বোন বলে ফান করার মানে কি নিজের কোনো
বোন নেই? মেইলের কনটেক্সট না বুঝে উত্তর দেয়াটা মনে হয় ঠিক না একারণেই।
2010/7/14 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
> ভাই শাহরিয়ার
>
> এতো ক্ষেপলে কেনো? আমরা "বুন্টু আর মিন্টুর আড্ডায়" আড্ডাবাজ দের আড্ডা পেটাতে
> ডেকেছি। প্রেম করতে কিংবা পাত্রী পছন্দের সম্মেলনে নয়। অতএব অত্যুৎসাহী ঐ
> রোমান্টিক ত্যাঁদড়গুলো না আসলেই আড্ডাটা সফল হবে বলে মনে করি।
>
> আশা করি আশাবাদীর পোষ্ট আর আমার এই পোষ্টে বিশিষ্ট নারীবাদিরা যথেষ্ট জবাব
> পেয়েছেন। এরপর ও যদি আরো কিছু সম্মান আপনাদের লেজের ডগায় থেকে থাকে তবে সেটা
> ছেঁটে ফেলতে চলে আসুন আড্ডাতে। আর কেউ না হোক আমি আছি, মানুষ বানিয়ে তবেই
> ছাড়বো।
>
>
> রিং
> +8801671411437
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
More information about the ubuntu-bd
mailing list