[Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Wed Jul 14 19:03:17 BST 2010


আজকে আরসি মজুমদার মিলনায়তন ভাড়া করেছি। এজন্য যে পরিমানে খরচ হবার কথা ছিলো তা
অনেকটাই কাটছাঁট করাতে পেরেছি, আমার কিছুটা পরিচিতি আজও ক্যাম্পাসে অবশিষ্ট
থাকায়। জীবনের সায়ান্হে দাঁড়িয়ে আপনাদের সবাইকে সাথে নিয়ে এমন একটি আড্ডার
আয়োজন করতে পারছি সে স্বপ্নেই বিভোর হয়ে আছি। আর আমার এই স্বপ্নের বাস্তবায়নে
বিশাল একটা ভূমিকায় শাবাব মুস্তফা ওরফে উন্মাতাল তারুন্য, ওকে ধন্যবাদ।

আরো ধন্যবাদ ম্যাক ভাইকে আর অংকুর আইসিটি ফাউন্ডেশন কে এজন্য যে, মিলনায়তনের
জন্য সমুদয় অর্থ তাঁরা দিয়েছেন।

কাস্টম ডিভিডি আর তথ্যকনিকার জন্য পুরোটা খরচ আমি বহন করবো। তথ্যকনিকার লেখার
কাজ শেষ। কালকে লেআউট থেকে পজিটিভ করাবো। পরশু কিংবা তারপর দিনই প্রিন্ট কপি
হাতে পাবো। এরপর বাকী শুধু প্যাকেজিং। ডিভিডির জন্য আইএসও আগামীকাল থেকে বার্ন
করা শুরু হবে। দোয়া রেখেন।

অভ্রদা তাঁর লেখাগুলো ব্যবহারের অনুমতি দেয়ায় আর ব্যানার, এ্যাড আর পোষ্টার
ডিজাইন করে দেয়ায়। তিনি সাতসুমুদ্দুর তেরো নদীর ওপার থেকে যে ভালবাসা দেখিয়েছেন
তাঁর তুলনা নেই। লাল সালাম আপনাকে অভ্রদা।

শাবাব দেখছে পুরো অনুষ্ঠানের ব্যবস্থাপনা আর আয়োজনের খুঁটিনাটি বিষয়গুলো। সাথে
সাথে বিজ্ঞাপন আর প্রচারের দ্বায়িত্বের চাপ থেকেও ও আমাকে মুক্ত রাখার চেষ্টা
চালাচ্ছে।

জেড এম মেহেদী হাসান কে ধন্যবাদ তিনি আমাকে যথেষ্ট সাহায্য করতে চেয়েছেন ডিভিডি
রাইট করার ব্যাপারে। কিন্তু খরচ কমাতে গিয়ে আমি নিজে শারীরিক চাপ নিয়ে হলেও
দ্বায়িত্বটা নিজেই পালনে আগ্রহী।

"বুন্টু-মিন্টুর আড্ডা" য় আপনাদের মাঝে টিশার্ট নিয়ে হাজির হবে আশাবাদী ওরফে
শাহরিয়ার হাসান। ওঁর অক্লান্ত পরিশ্রমে অত সুন্দর একটা কাজ এত কম সময়েই সমাধা
হবে। আশবাদী তোমাকেও লাল সালাম।

আমার স্মৃতি আমার সাথে বর্তমান সময়ে প্রায়ই প্রতারনা করে। তাই যদি কাউকে তার
কাজের জন্য যথাযথ সম্মান প্রদানে ঘাটতি করে থাকি তবে সেটা অনিচ্ছাকৃত ভুল।
ক্ষমা করে দেবেন সবাই।

উপরের এতগুলো শ্রমিকের শ্রমকে পাশ কাটিয়ে যদি কেউ ফুর্তির মেজাজে শুধু "মেয়ে
মেয়ে" করে তবে মেজাজ কি ঠিক রাখা যায়?
একটু আগে যে পোষ্টটা দিয়েছি তাতে যদি কেউ আহত হয়ে থাকেন তো দুঃখিত।

আবারো সবাইকে আড্ডায় আমন্ত্রন জানাচ্ছি ২৩শে জুলাই, ২০১০ এর বুন্টু-মিন্টুর
আড্ডায়।

ধন্যবাদ

রিং
+8801671411437
+919874079881


More information about the ubuntu-bd mailing list