[Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users
সাজেদুর রহিম জোয়ারদ
সাজেদুর রহিম জোয়ারদ
Wed Jul 14 19:11:52 BST 2010
লেনিন
আমার পোষ্ট দেবার উদ্দেশ্য "মেয়ে মেয়ে" আলোচনা থেকে বেরিয়ে আসার জন্যই। আমি
তোমার মেইলের কন্টেক্সট পুরোটাই বুঝেছি। মেয়ে হয়ে যদি সহ শিক্ষা নিতে পারেন তবে
এই আড্ডায় আসতে আপত্তি কেনো জানিনা। আর ওরকম হোমাজিক্যাল প্রশ্নের জবাব
হোমোজিক্যালই হওয়া উচিত বলে মনে করি।
শাহরিয়ারের মেইলটাও কোন ফান নয় ওটা ক্ষোভ। আড্ডা দিতে যেতে কিংবা আসতে সাথীর
প্রয়োজন এটা বোধহয় কারো দুশ্চিন্তাতেও আশা উচিত না। কারন আড্ডাস্থলে
আড্ডাবাজরাই আসে আর যায়। আমরা মনে হয় এ বিষয়ে আর আলোচনা না করলেই ভালো।
আর প্রত্যেকে স্ব-স্ব অবস্থান থেকে এই আড্ডাকে সফল করে তুলবেন সে আশায় --
রিং
+8801671411437
More information about the ubuntu-bd
mailing list