[Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users
Shahriar Tariq
shahriar at linux.org.bd
Wed Jul 14 17:29:47 BST 2010
2010/7/14 Lenin <lenin at phpxperts.net>
> একজন ফেসবুকে প্রশ্ন করেছিলো(প্রশ্নটি আরো অনেকেই করতে পারেন তাই এখানে
> উত্তরসহ দিলাম, নাম উল্লেখ না করে):
>
> প্রশ্ন:
> ভাইযা় হুম আপনাদের বল্টু মন্টুর মিটিং এ কি কোন আপু আসবেনা মনে হয় আমি এসে
> কি করবো ?
>
> উত্তর:
> এর আগের প্রতিটি আড্ডায় এসেছিলো। আর এবার অনেকের আসার কথা। কারণ, এবারের
> মতো
> জাকজমকপূর্ণ এবং এতো জায়গা নিযে় আর কখনো হয়নি। সেই সাথে এবার স্পন্সর
> করছে
> একটি কোম্পানি প্রায় ২০হাজার টাকা দিযে়। কেউ না এলেও যে ঢাবি'র ছাত্রীরা
> আসবেন সেটি নিশ্চিত। কারণ, পাশের রোকেযা়/শামসুন্নাহার হলের ছাত্রীরা বা
> বুযে়টের ছাত্রীরা সুযোগটি মিস করবে বলে মনে করিনা।
> আর অনেকের বান্ধবীরাও সাথে আসবে আগেও যেমন এসেছে। সুতরাং চলে আসুন।
>
>
একই সাথে বলতে পারি উক্ত অনুষ্ঠানে আমার বোনকেও আনার চেষ্টা করবো, সুতরাং
মেয়েদের কেউ থাকবে না এমন না।
আর যে সব ফাজিল পোলাপাইন মেয়েরা আসবে শুনে অতিমাত্রায় আশান্নিত হচ্ছেন তাদের
জন্য আমার বোনের ছবি :) http://2.gp/8JV
--
Thanking you
Shahriar Tariq
Founding Member, Amigos Clothing
http://amigosclothing.com
Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
http://forum.linux.org.bd
Marketing & Contents Officer, Ubuntu Bangladesh
http://www.ubuntu.linux.org.bd
Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
মুক্ত.অর্গ http://mukto.org
More information about the ubuntu-bd
mailing list