[Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Wed Jul 14 18:46:10 BST 2010


ভাই শাহরিয়ার

এতো ক্ষেপলে কেনো? আমরা "বুন্টু আর মিন্টুর আড্ডায়" আড্ডাবাজ দের আড্ডা পেটাতে
ডেকেছি। প্রেম করতে কিংবা পাত্রী পছন্দের সম্মেলনে নয়। অতএব অত্যুৎসাহী ঐ
রোমান্টিক ত্যাঁদড়গুলো না আসলেই আড্ডাটা সফল হবে বলে মনে করি।

আশা করি আশাবাদীর পোষ্ট আর আমার এই পোষ্টে বিশিষ্ট নারীবাদিরা যথেষ্ট জবাব
পেয়েছেন। এরপর ও যদি আরো কিছু সম্মান আপনাদের লেজের ডগায় থেকে থাকে তবে সেটা
ছেঁটে ফেলতে চলে আসুন আড্ডাতে। আর কেউ না হোক আমি আছি, মানুষ বানিয়ে তবেই
ছাড়বো।


রিং
+8801671411437


More information about the ubuntu-bd mailing list