[Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users

Lenin lenin at phpxperts.net
Wed Jul 14 17:19:57 BST 2010


একজন ফেসবুকে প্রশ্ন করেছিলো(প্রশ্নটি আরো অনেকেই করতে পারেন তাই এখানে
উত্তরসহ দিলাম, নাম উল্লেখ না করে):

প্রশ্ন:
ভাইযা় হুম আপনাদের বল্টু মন্টুর মিটিং এ কি কোন আপু আসবেনা মনে হয় আমি এসে
কি করবো ?

উত্তর:
এর আগের প্রতিটি আড্ডায় এসেছিলো। আর এবার অনেকের আসার কথা। কারণ, এবারের মতো
জাকজমকপূর্ণ এবং এতো জায়গা নিযে় আর কখনো হয়নি। সেই সাথে এবার স্পন্সর করছে
একটি কোম্পানি প্রায় ২০হাজার টাকা দিযে়। কেউ না এলেও যে ঢাবি'র ছাত্রীরা
আসবেন সেটি নিশ্চিত। কারণ, পাশের রোকেযা়/শামসুন্নাহার হলের ছাত্রীরা বা
বুযে়টের ছাত্রীরা সুযোগটি মিস করবে বলে মনে করিনা।
আর অনেকের বান্ধবীরাও সাথে আসবে আগেও যেমন এসেছে। সুতরাং চলে আসুন।

On Wed, Jul 14, 2010 at 9:48 PM, Shabab Mustafa <shabab.mustafa at gmail.com>wrote:

> রংমহল ফোরামের পোস্ট: http://www.rongmohol.com/viewtopic.php?pid=100168
> ---
> Shabab Mustafa
> Chief Administrative Officer
> Admin Office
> CapsLock Corporates
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list