[Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users
Shabab Mustafa
shabab.mustafa at gmail.com
Wed Jul 7 02:37:09 BST 2010
ভুলটা আসলে আমারই। আসলে আমিই তারিখে একটু গড়বড় করে ফেলেছি। (তারিখ কি করে গড়বড়
হল সে বিরাট কাহিনী, ওইদিকে আর গেলাম না :( ) আমার পরিকল্পনাটা শুক্রবারেই ছিল।
তাতে ২৩ তারিখই হবার কথা। ২২ তারিখ নয়।
অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।
---
Shabab Mustafa
2010/7/7 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
> স্থান : প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাস
> সময় : বিকাল ৩টা ৩০মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০মিনিট
> [উপরোক্ত বিষয় দুটিতে কোন পরিবর্তনের সম্ভাবনা নেই, কেননা আড্ডার সুত্রপাত
> থেকে
> যবনিকাপাত চার ঘন্টার কম সময়ে করা সম্ভব না আর প্রজেকশান+অডিও+পরিবেশ+আসন
> ব্যবস্থা সব একসাথে একজায়গায় পাওয়া যাবে উল্লেখিত স্থানেই]
>
> তারিখ: ২২শে জুলাই [পূর্বে প্রস্তাবিত এবং এখন পর্যন্ত এটাই নির্ধারিত তারিখ]
> ২৩শে জুলাই [বর্তমানে দুইজন সদস্য কর্তৃক সমর্থিত ও প্রস্তাবিত]
> কেননা ২২ তারিখে বৃহঃস্পতিবার, ঔদিন খুলনার কুয়েট থেকে
> অংশগ্রহনেচ্ছুরা ক্লাশ শেষে রওনা দিয়ে শুক্রবারে ঢাকায় পৌঁছুতে
> পারবেন আর শুক্রবার 'বুন্টু-মিন্টু'র আড্ডাতে যোগদান করবেন। আমার
> সমস্যাটা অফিস নিয়ে, বৃহঃস্পতিবারে অফিস ছুটিই হবে ৬টা
> ৩০শে, শুক্রবারে হলে চাপ একটু কম পড়ে এই আর কি। তদুপরি শুক্রবার
> বিকেলে হলে অনেকেরই কর্মব্যস্ততা একটা কম থাকবে
> তাতে আশা করি আড্ডাটা জমজমাট হবে।]
>
> উবুন্টুবিডি মেইলিং লিস্টের সদস্য যাঁরা এই আলোচনা দেখছেন এবং পড়ছেন এবং আসন্ন
> 'বুন্টু-মিন্টু'র আড্ডাতে যোগদান করবেন বলে মনের গহীন কোণে কিঞ্চিৎ আশা পোষন
> করছেন, একটু কষ্ট করে আপনাদের ব্যক্তিগত মতামতটা জানান। আয়োজকদের সুবিধা হবে
> তারিখের ব্যাপারে *অটল* থাকতে কিংবা একটু *নড়াচড়া করতে*।
>
>
> রিং
> +8801671411437
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
More information about the ubuntu-bd
mailing list