[Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Wed Jul 7 02:14:19 BST 2010


স্থান   : প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাস
সময়  : বিকাল ৩টা ৩০মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০মিনিট
[উপরোক্ত বিষয় দুটিতে কোন পরিবর্তনের সম্ভাবনা নেই, কেননা আড্ডার সুত্রপাত থেকে
যবনিকাপাত চার ঘন্টার কম সময়ে করা সম্ভব না আর প্রজেকশান+অডিও+পরিবেশ+আসন
ব্যবস্থা সব একসাথে একজায়গায় পাওয়া যাবে উল্লেখিত স্থানেই]

তারিখ: ২২শে জুলাই [পূর্বে প্রস্তাবিত এবং এখন পর্যন্ত এটাই নির্ধারিত তারিখ]
         ২৩শে জুলাই [বর্তমানে দুইজন সদস্য কর্তৃক সমর্থিত ও প্রস্তাবিত]
         কেননা ২২ তারিখে বৃহঃস্পতিবার, ঔদিন খুলনার কুয়েট থেকে
অংশগ্রহনেচ্ছুরা ক্লাশ শেষে রওনা দিয়ে শুক্রবারে ঢাকায় পৌঁছুতে
         পারবেন আর শুক্রবার 'বুন্টু-মিন্টু'র আড্ডাতে যোগদান করবেন। আমার
সমস্যাটা অফিস নিয়ে, বৃহঃস্পতিবারে অফিস ছুটিই হবে ৬টা
         ৩০শে, শুক্রবারে হলে চাপ একটু কম পড়ে এই আর কি। তদুপরি শুক্রবার
বিকেলে হলে অনেকেরই কর্মব্যস্ততা একটা কম থাকবে
         তাতে আশা করি আড্ডাটা জমজমাট হবে।]

উবুন্টুবিডি মেইলিং লিস্টের সদস্য যাঁরা এই আলোচনা দেখছেন এবং পড়ছেন এবং আসন্ন
'বুন্টু-মিন্টু'র আড্ডাতে যোগদান করবেন বলে মনের গহীন কোণে কিঞ্চিৎ আশা পোষন
করছেন, একটু কষ্ট করে আপনাদের ব্যক্তিগত মতামতটা জানান। আয়োজকদের সুবিধা হবে
তারিখের ব্যাপারে *অটল* থাকতে কিংবা একটু *নড়াচড়া করতে*।


রিং
+8801671411437


More information about the ubuntu-bd mailing list