[Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users
সাজেদুর রহিম জোয়ারদ
সাজেদুর রহিম জোয়ারদ
Wed Jul 7 02:43:33 BST 2010
তারিখ : ২৩শে জুলাই ২০১০ইং, শুক্রবার [সংশোধিত তারিখ]
সময় : বিকাল ৩টা ৩০মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০মিনিট
স্থান : প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাস
[উপরোক্ত বিষয় দুটিতে কোন পরিবর্তনের সম্ভাবনা নেই, কেননা আড্ডার সুত্রপাত থেকে
যবনিকাপাত চার ঘন্টার কম সময়ে করা সম্ভব না আর প্রজেকশান+অডিও+পরিবেশ+আসন
ব্যবস্থা সব একসাথে একজায়গায় পাওয়া যাবে উল্লেখিত স্থানেই]
উবুন্টুবিডি মেইলিং লিস্টের সদস্য যাঁরা এই আলোচনা দেখছেন এবং পড়ছেন এবং আসন্ন
'বুন্টু-মিন্টু'র আড্ডাতে যোগদান করবেন বলে মনের গহীন কোণে কিঞ্চিৎ আশা পোষন
করছেন, একটু কষ্ট করে আপনাদের ব্যক্তিগত মতামতটা জানান। আয়োজকদের সুবিধা হবে
আয়োজনে।
রিং
+8801671411437
More information about the ubuntu-bd
mailing list