[Ubuntu-BD] সিডি ড্রাইভ ওপেন সমস্যা

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Fri Dec 3 17:53:22 GMT 2010


@ শোয়েব ভাই

sudo apt-get hal
>
> ধরলাম উপরের কমান্ডে 'install' ফ্রেজটা ভুলে বাদ পড়ে গেছে।


ঠিক তাই। ভুলে install শব্দটা বাদ পড়ে গেছে। দুঃখিত।


> কিন্তু প্যাকেজ ইন্সটলের পর apt আপডেট করার মাজেজাটাই বা কি?


hal প্যাকেজটা ইন্সটল হবার পর সিস্টেমের আরো কিছু প্যাকেজের প্রয়োজনীয়
লাইব্রেরী যেগুলো hal এর সাথে জরূরি সেগুলো এই কমান্ডের ফলে ইন্সটল হবে। এবং
আমি আরো একটা কমান্ড দিতে ভুলে গিয়েছিলাম সেটা হলো

sudo apt-get autoremove

এই কমান্ডের ফলে সিস্টেমে থাকা অপ্রয়োজনীয় ও অব্যবহৃত প্যাকেজসমূহ মুছে গিয়ে
সিস্টেম দ্রুততর হবে।


> মানুষের সমস্যার সময় আউলা-ঝাউলা সমাধান দিয়ে আরো মাথা খারাপ করে না দেবার
> প্রতি মনোযোগ দিতে অনুরোধ রইল।
>

@শাবাব
আমি জ্ঞানত কাউকে আউলা-ঝাউলা সমাধান দেইনা, দেবার চেষ্টাও করিনা। আর আমার দেয়া
পরামর্শে কারো মাথা আউলায়ে গিয়েছে বলে এখন পর্যন্ত কোন খবর পাইনি। তবে হ্যা
মানুষ মাত্রই ভুল হয়, এবং সেটা, আমি মানুষ বলে আমার জন্যেও প্রযোজ্য। আগামীতে
ছোট-খাটো ভুলগুলো এড়াতে চেষ্টা করবো। ধন্যবাদ।


-- 
রিং
+8801671411437

বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।

সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্স মিন্ট
বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র
ব্লগ <http://toshazed.wordpress.com/>


More information about the ubuntu-bd mailing list