[Ubuntu-BD] সিডি ড্রাইভ ওপেন সমস্যা

Shabab Mustafa shabab at linux.org.bd
Fri Dec 3 17:35:32 GMT 2010


@ রিং,

sudo apt-get hal
>

এইটা আবার কোন ধরনের কমান্ড হল?


> sudo apt-get update
>

ধরলাম উপরের কমান্ডে 'install' ফ্রেজটা ভুলে বাদ পড়ে গেছে। কিন্তু প্যাকেজ
ইন্সটলের পর apt আপডেট করার মাজেজাটাই বা কি? মানুষের সমস্যার সময় আউলা-ঝাউলা
সমাধান দিয়ে আরো মাথা খারাপ করে না দেবার প্রতি মনোযোগ দিতে অনুরোধ রইল।


@শোয়েব ভাই,
হার্ডওয়্যারের সমস্যাও হতে পারে। জানেন বোধহয়, অনেক রমের ট্রে খোলার পুলি
ঘোরাবার জন্য একটা রবারের বেল্ট মটরের সাথে সংযুক্ত থাকে। ওটা ঢিলে হয়ে গেলে
এমন সমস্যা হওয়াটা বর্তমানে খুবই কমন সমস্যা। আমাদের ৫টা রম এইভাবে ঝুলে গেছে।
আদনান ভাইয়ের বুদ্ধির মত একটা জেমস ক্লিপের মাথা সোজা করে নিয়ে সেগুলো এখন ফুটো
দিয়ে খুঁচিয়ে খুলতে হয়। :(


More information about the ubuntu-bd mailing list