[Ubuntu-BD] সিডি ড্রাইভ ওপেন সমস্যা

M. Adnan Quaium adnan.quaium at linux.org.bd
Fri Dec 3 18:08:23 GMT 2010


রিংদা, সিডি রমের সাথে hal এর কি সম্পর্ক? 'হাল' হচ্ছে "Hardware Abstruction
Layer"। সফটওয়্যার আর হার্ডওয়্যারের মধ্যে একটা অ্যবস্ট্রাকশন লেয়ার, "ফিজিকাল"
সিডি রমের "ফিজিকাল" বাটন চেপে রম খুলার জন্য হালের মত কোন সফটওয়ার-হার্ডওয়ার
অ্যবস্ট্রাকশন লেয়ার এর প্রয়োজন দেখিনা!

শোয়েবভাই, আপনার সিডিরম মনে হচ্ছে ফিজিকালি ড্যামেজড। যদি তাই হয়ে থাকে তাহলে ঐ
খুঁচিয়ে খুঁচিয়ে খোলা ছাড়া আর কোন উপায় নেই।



> hal প্যাকেজটা ইন্সটল হবার পর সিস্টেমের আরো কিছু প্যাকেজের প্রয়োজনীয়
> লাইব্রেরী যেগুলো hal এর সাথে জরূরি সেগুলো এই কমান্ডের ফলে ইন্সটল হবে। এবং
> আমি আরো একটা কমান্ড দিতে ভুলে গিয়েছিলাম সেটা হলো
>
> sudo apt-get autoremove
>
> এই কমান্ডের ফলে সিস্টেমে থাকা অপ্রয়োজনীয় ও অব্যবহৃত প্যাকেজসমূহ মুছে গিয়ে
> সিস্টেম দ্রুততর হবে।
> --
> রিং
> +8801671411437
>
> বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
> জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
> প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
> ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
> ঢাকা-১০০০।
>
> সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্স মিন্ট
> বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র
> ব্লগ <http://toshazed.wordpress.com/>
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>




-- 
M. Adnan Quaium

MSc Student
Faculty of Electrical Engineering Mathematics and Computer Science
Technical University of Delft
Mekelweg 4
Delft
The Netherlands

URL: http://adnan.quaium.com


More information about the ubuntu-bd mailing list