[Ubuntu-BD] বাংলালায়ন ডঙ্গল কী লিনাক্স সাপোর্ট করে?
saeed ahmed
saeed.sas at gmail.com
Sat Aug 28 13:16:38 BST 2010
বাংলালায়নের এর ব্যাপারে একটা তথ্য শেয়ার করতে চাই, বাংলালায়ন ডাউনস্পীড ঠিকটাই
দেয় (অথবা কাছাকাছি) কিন্তু আপস্পীড ২৫% দেয়। তাই নেওয়ার আগে একটু জেনে নিবেন।
নেটওয়ার্ক দুর্বল থাকলে ডংগল না নেওয়াটাই ভালো। আর ডংগল মডেমটা লিনাক্স এ
চালানোও এখনোও সম্ভবপর হয়নি। তবে এটা লিন্যাক্সের কারনে না, ওয়াইম্যাক্স
কম্পানিগুলোর দুরদর্শীতার অভাবে এই সমস্যাটি।
আমি কেক মডেমটা ব্যবহার করি কারেন্ট গেলে ইউপিএস দিয়ে কারেন্ট সাপ্লাই দেই আর
বিরক্তিকর পিক পিক শুনি।
More information about the ubuntu-bd
mailing list