আমি কোনো কিছু ডিলিট করতে গেলে, ফাইলটা trash এ জমা না হয়ে, ডিরেক্ট ডিলিট হয়ে যায়। জানালায় লগ ইন করার পর, সবসময় প্রতিটা ড্রাইভে .trash নামে ফোল্ডার থাকতো। আমি তা ডিলিট করতাম। আমার মনে হয় এই করনেই সমস্যা হচ্ছে। এখন কি কোনো উপায় আছে?