[Ubuntu-BD] বাংলালায়ন ডঙ্গল কী লিনাক্স সাপোর্ট করে?
সাজেদুর রহিম জোয়ারদ
সাজেদুর রহিম জোয়ারদ
Sat Aug 28 09:31:49 BST 2010
শোয়েব ভাই
আমাদের দেশের ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সেবার মান ও
গ্রাহকসেবার মান সন্তোষজনক নয়। তাই একটু অপেক্ষা করলেই আপনি বাংলালায়নের
আপনাদের ওখানকার সেবার মান (ব্রাউজিং ও ডাউনলোড স্পীড) ও গ্রাহকসেবার মান বুঝে
ফেলতে পারবেন। পয়সা দিযে কিনে পরে যেন কোন আফসোস করতে না হয়।
নতুন নেটওয়ার্ক, কাজ চলছে, এইতো ২৪ঘন্টার মধ্যেই সব ঠিক করা হচ্ছে, প্রথম প্রথম
একটু ঝামেলা তো করবেই, ভাই একটু সময় দিন ইত্যাদি কথা শুনতে শুনতে মাথা
.........। কেন আমার কাছ থেকে যখন পয়সা নেয়া হয় তখন কি আমাকে একটু ছাড়ও দেয়া
হয়? না পয়সা পরে নেয়া হয়? না ছেঁড়া ফাটা নোট নিতে রাজি হয়? এর যখন কোনটাই হয় না
তখন আমি কেন ওদের সুযোগ দেবো কিংবা অতি রঞ্জিত বিজ্ঞাপনের শিকার হবো। এজন্যই
আপনাকে একটু সময় নিতে বলছিলাম।
ভালো থাকবেন ভাই। আমার কোন কথায় দুঃখ পেলে মাফ করবেন। আমি এই ঠগবাজদের কেন যেন
আর সহ্য করতে পারছি না।
--
রিং
মুঠোফোনঃ+8801671411437
বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।
সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
<http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>
More information about the ubuntu-bd
mailing list