[Ubuntu-BD] বাংলালায়ন ডঙ্গল কী লিনাক্স সাপোর্ট করে?
Shoyeb Mahmood
shmood at gmail.com
Sat Aug 28 09:22:39 BST 2010
রিংভাই
আসলে আজই সম্ভবত ওরা বরিশালে প্রোডাক্ট লন্ঞ্চ করেছে। সেজন্য ওরা একটা
অফার দিয়েছে দুই দিনের জন্য মডেম ইউএসবি ২৮৪৯ ও ইনডোর ৩০০০। আমিতো
সিটিসেল জুম ব্যবহার করি। নেট স্পিড ১৪-১৬ কেবি পাই। যাইহোক আপনার
পরামর্শে তাহলে অপেক্ষা করাই ভালো ।
2010/8/28 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>:
> শোয়েব ভাই
>
> আসলেই ঝাঁপিয়ে পড়বেন না যেন। আসতে দিন, দিন দশেক পরিস্থিতি বুঝুন, তারপর কিনুন।
> তাড়াহুড়ো করে কিনবেন না প্লিজ। আর কেক সাইজ বলতে ইনডোর মডেমটাকেই বুঝিয়েছিলাম।
>
> ভালো থাকুন। হ্যাপি লিনাক্সিং।
>
> --
> রিং
> মুঠোফোনঃ+8801671411437
> বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
> জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
> প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
> ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
> ঢাকা-১০০০।
> সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
> বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
> <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
More information about the ubuntu-bd
mailing list