[Ubuntu-BD] WiMax dongle modem
saeed ahmed
saeed.sas at gmail.com
Sun Aug 1 06:39:01 BST 2010
সমস্যা হলো, dongle মডেম এ বিল্ট ইন ভাবে একটি সফটওয়ার দেয়া আছে যা .exe
ফরমেটের। আমি কিউবির কাষ্টমার কেয়ারের মাধ্যমে জানলাম যে মডেমটি শুধু মাত্র
ম্যাক ও উইন্ডসের জন্য।
বড় মডেমটি কাজ করবে লিন্যাক্সে কারন সেটা ল্যানের মাধ্যমে সংযোগ করা হয়। কিন্তু
এটা বিদুৎ এর সাহাজ্যে চলে। কিন্তু আমার আইপিএস নাই তাই dongle নেয়ার কথা
ভাবছিলাম।
মতামতের জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা।
saeed ahmed
http://saeed05.wordpress.com
More information about the ubuntu-bd
mailing list