[Ubuntu-BD] WiMax dongle modem
Nasir Khan Saikat
nasir8891 at gmail.com
Sun Aug 1 06:29:05 BST 2010
ওদের কাস্টমার কেয়ার থেকে বলেছে ছোট মডেমটা কাজ করে না । তবে বড়টা ঠিক মত
কাজ করবো।
কেউ যদি ছোটটা কিনে থাকেন তবে পরীক্ষা করে দেখতে হবে সেটা চলে কিনা।
2010/8/1 Sarim Khan <sarim2005 at gmail.com>:
> আপ্র ডাউন থাকায় বাংলা লিনাক্স জগতের সাথে প্রায় বিচ্ছিন্ন অবস্থায়
> আছি। কিউবি নিয়ে আরেকজন ও সমস্যায় পড়েছেন। তিনি
> ubuntuforums.org/showthread.php?p=9638593
> এখানে বিষয়টি লিখেছেন এবং এখানেই সমাধান হচ্ছে। আপনারা দয়া করে
> লিংকটাতে গিয়ে একটু সাহায্য করলে ভালো হয়।
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
--
Nasir Khan Saikat
[নাসির খান সৈকত]
google.com/profiles/nasir8891
nasir8891.wordpress.com
More information about the ubuntu-bd
mailing list