আপ্র ডাউন থাকায় বাংলা লিনাক্স জগতের সাথে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় আছি। কিউবি নিয়ে আরেকজন ও সমস্যায় পড়েছেন। তিনি ubuntuforums.org/showthread.php?p=9638593 এখানে বিষয়টি লিখেছেন এবং এখানেই সমাধান হচ্ছে। আপনারা দয়া করে লিংকটাতে গিয়ে একটু সাহায্য করলে ভালো হয়।