[Ubuntu-BD] কিছু সমস্যা..

Shabab Mustafa shabab.mustafa at gmail.com
Wed Sep 2 08:32:13 BST 2009


আপনি যদি উবুন্টু ৯.০৪ বা এর আগের কোন ভার্সনের সাথে ইন্সটল করা পিজিন ব্যবহার
করেন তাহলে সেটা দিয়ে ইয়াহুতে সরাসরি লগিন করা যাবে না। কারণ কিছুদিন আগেই
ইয়াহু তার নিজের সার্ভারের ঠিকানা পরিবর্তন করেছে। এজন্য আপনাকে আপনার পিজিন
সফটওয়্যারটি আপডেট করে নিতে হবে।

পিজিন আপগ্রেড করার জন্য আপনি সিনাপ্টিক প্যাকেজ ম্যানেজার থেকে আপডেট করে নিতে
পারেন কিংবা টার্মিনালে লিখতে পারেন

sudo apt-get update
sudo apt-get upgrade pidgin

ইন্টারনেট ঠিকমত কাজ করছে কিনা সেটা পরীক্ষা করার সবচেয়ে সোজা বুদ্ধি হচ্ছে
ফায়ারফক্স ওপেন করে কোন সাইট খুলছে কিনা (যেমন Yahoo, Goolge, Wikipedia) সেটা
পরীক্ষা করে দেখা।
-- 
Shabab Mustafa
Chief Administrative Officer
Admin Office
CapsLock Corporates


More information about the ubuntu-bd mailing list