[Ubuntu-BD] কিছু সমস্যা..
Shahriar Tariq
shahriar at linux.org.bd
Wed Sep 2 08:51:47 BST 2009
২ সেপ্টেম্বর, ২০০৯ ২:৩২ pm এ তে, Shabab Mustafa
<shabab.mustafa at gmail.com>লিখেছে:
> আপনি যদি উবুন্টু ৯.০৪ বা এর আগের কোন ভার্সনের সাথে ইন্সটল করা পিজিন ব্যবহার
> করেন তাহলে সেটা দিয়ে ইয়াহুতে সরাসরি লগিন করা যাবে না। কারণ কিছুদিন আগেই
> ইয়াহু তার নিজের সার্ভারের ঠিকানা পরিবর্তন করেছে। এজন্য আপনাকে আপনার পিজিন
> সফটওয়্যারটি আপডেট করে নিতে হবে।
>
এই টপিকটাও দেখতে পারেন।
http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=12&t=3774
--
Thanking you
Shahriar
Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
http://forum.linux.org.bd
Marketing & Contents Officer, Ubuntu Bangladesh
http://www.ubuntu.linux.org.bd
Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
মুক্ত.অর্গ http://mukto.org
More information about the ubuntu-bd
mailing list