আমি এ গ্রুপে নতুন..আমি উবুন্টু ব্যবহার করছি বেশিদিন নয়..এরই মধ্যে কিছু সমস্যায় পড়েছি। আমার পিজিন ম্যাসেঞ্জারটা কাজ করছে না..খুবই সমস্যা হচ্ছে। একাউন্ট একটিভ করলেও কাজ হচ্ছে না। উবুন্টুতে ইন্টারনেট একটিভ কিনা এটা কিভাবে জানবো..দয়া করা জানাবেন কেউ.. কানিজ সায়মা নিপা বনানী, ঢাকা ০১৭২৬৭০৬১১৬