[Ubuntu-BD] ডিফল্টভাবে ফায়ারফক্স ৩.৫ পেলাম না

Shahriar Tariq shahriar at linux.org.bd
Thu Jul 30 05:52:55 BST 2009


2009/7/30 I am aero <aero4k at gmail.com>

> ফায়ারফক্সের ৩.৫ ভার্শন বের হয়েছে সেই কবে। অথচ এখনও ডিফল্টভাবে ফায়ারফক্স ৩.৫
> ভার্শন ব্যবহার করতে পেলাম না। আলাদাভাবে জিপফাইল ডাউনলোড করে একটি ফোল্ডারে
> রেখেছি। সেখান থেকে রান করেই ব্যবহার করছি। এছাড়াও Synaptic থেকে ডাউনলোড
> করেছি, কিন্তু মেনুবারের ইন্টারনেট সাবমেনুতে পুরনো ৩.০.১১ কে বাতিল করে এখনও
> ৩.৫ নিতে পারলাম না। ubuntuzilla দিয়ে চেষ্টা করেছিলাম। কিন্তু সফল হইনি। কেউ
> কি ধারাবাহিকভাবে পদ্ধতিটি বলবেন?
>

gnome menu editor দিয়ে কি কাজ হয় না? নোম মেন্যু এডিটর দিয়ে নতুন এন্ট্রি তৈরি
করুন, কমান্ডের জায়গায় firefox-3.5 দিন।
-- 
Thanking you
Shahriar

Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
http://forum.linux.org.bd

Marketing & Contents Officer, Ubuntu Bangladesh
http://www.ubuntu.linux.org.bd

Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
মুক্ত.অর্গ http://mukto.org


More information about the ubuntu-bd mailing list